ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LPG গ্রাহকদের জন্য সুখবর, ঘরোয়া এলপিজি সিলিন্ডারে পাওয়া যাচ্ছে ৩০০ টাকা ছাড়

ভারতের নতুন এলপিজি গ্রাহকদের জন্য এই নতুন অফার নিয়ে এসেছে Indane

Advertisement
Advertisement

যারা নতুন এলপিজি গ্রাহক হতে চলেছেন ভারতে তাদের জন্য রয়েছে একটা দারুন সুখবর। আপনারা যারা নতুন গ্যাস সিলিন্ডার নিচ্ছেন, তাদের জন্য ইন্ডেন নিয়ে এসেছে একটা ভালো অফার। আপনারা যদি, খুব সস্তায় গ্যাস সিলিন্ডার কিনতে চান তাহলে আপনাদের জন্য এই অফার নিয়ে এসেছে এই কোম্পানিটি। Indane কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে যারা নতুন এলপিজি গ্রাহক হতে চলেছেন তাদেরকে মাত্র ৭৫০ টাকাতে গ্যাস সিলিন্ডার দেবে এই সংস্থা। এই অফারের আওতায় কোম্পানি তাদের গ্রাহকদের কম্পোজিট সিলিন্ডার অফার করছে। এটি কিনে আপনি কমপক্ষে ৩০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন বলে জানা যাচ্ছে। নতুন যুগের এই কম্পোজিট সিলিন্ডারে বেশ কিছু নতুন ফিচার থাকবে। সাধারণ ১৪.২ কেজি সিলিন্ডারের থেকে, অনেকটা ওজনের হালকা হওয়ার কারণে এই সিলিন্ডারটা কিন্তু সহজেই যেকোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে। পাশাপাশি ৩০০ টাকা সস্তা হওয়ার কারণে, যে কেউ এই নতুন গ্যাসের কিনতে পারবেন। চলুন তাহলে এই নতুন অফারের ব্যাপারে জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।

Advertisement
Advertisement

জেনে নিন কেন এত সস্তা এই গ্যাস

আপনাদের জানিয়ে রাখি কম্পোজিট এলপিজি সিলিন্ডারের ওজন কিন্তু অনেক কম হয়। Indane আপনাকে মাত্র ১০ কেজি ওজনের গ্যাস দিচ্ছে এবং এই কারণেই কিন্তু ৩০০ টাকা কম পড়ছে এই গ্যাসের দাম। এমনিতে দিল্লিতে এই মুহূর্তে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১০৫৩ টাকা চলছে। তবে এই গ্যাস যদি আপনি কেনেন তাহলে আপনি ৭৫০ টাকায় গ্যাস কিনতে পারবেন। এই গাছের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো, এটা যেহেতু স্বচ্ছ, সেই কারণে আপনি বাইরে থেকে দেখে বুঝতে পারবেন কতটা গ্যাস রয়েছে আপনার সিলিন্ডারের মধ্যে। পাশাপাশি, হালকা হওয়ার কারণে এটা যে কোন জায়গায় খুব সহজে নিয়ে যাওয়া যায় এবং এই গ্যাস পরিবর্তন করাটাও খুব সহজ। পাশাপাশি এতে কোন মরিচে পড়ে না এবং মেঝেতে কোন দাগ পড়ে না।।

Advertisement

কিভাবে পাবেন এই সংযোগ?

আপনি যদি নতুন এলপিজি সিলিন্ডার গ্রহণ করতে চান তাহলে আপনাদের জন্য রয়েছে এই সুযোগ। আপনি চাইলে সাধারণ সিলিন্ডার থেকে কম্পোজিট সিলিন্ডারে শিফট করতে পারেন খুব সহজে। Indane আপনাদের জন্য সেই অপশন রেখেছে। যেহেতু সাধারণ সিলিন্ডারের দাম প্রতিদিন বাড়ছে, সেই কারণে এই ধরনের সিলিন্ডারের জনপ্রিয়তা তৈরি হতে শুরু করেছে। পাশাপাশি যারা সাধারণত ভাড়া বাড়িতে থাকেন অথবা যাদের বদলির চাকরি রয়েছে, তাদের জন্য সাধারণ গ্যাস সিলিন্ডার কানেকশন নেওয়াটা খুব সহজ বিষয় নয়। সেই কারণে তাদের জন্যই এই নতুন গ্যাস সিলিন্ডার স্কিম নিয়ে এসেছে ভারতীয় এই কোম্পানিটি। তাই আপনারও যদি এরকম কোন অসুবিধা থাকে, সহজেই কিনে নিন এই গ্যাস সিলিন্ডার।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button