করোনা আতঙ্কের মাঝেও পুলওয়ামায় জঙ্গিদের গুলি, পাল্টা হামলা ভারতের
গোটা বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মাঝেও বন্ধ নেই গুলি-বোমা। গুলি চলল পুলওয়ামায়। করোনায় ভারতের তুলনায় আরও ভয়ানক পাকিস্তানের অবস্থা, আক্রান্তের সংখ্যা একহাজার অধিক, একশোর বেশি মানুষ মারা গেছে, তারপরেও যুদ্ধবিরতি লঙ্ঘন থেকে জঙ্গিদের গুলিবর্ষণ বন্ধ হয়না।
বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় ফের জঙ্গিরা গুলি চালায়, পাল্টা হামলা ভারতীয় সেনার। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ সিআরপিএফের ১৮৩ নম্বর ব্যাটেলিয়ান পুলওয়ামায় রুটিন টহল দেওয়ার সময় গুলি চালানো হয় সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে। গুলি চলে প্রায় ছ’রাউন্ড গুলি,জঙ্গিরা একটি মোটর সাইকেলে চেপে আসে বলে জানা যায়। তবে ভারতীয় সেনাবাহিনীও এর জবাব দিয়েছে।
বৃহস্পতিবারের এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই তবে নিরাপত্তাবাহিনীর তল্লাশী চালাচ্ছে জঙ্গিদের খুঁজতে। করোনা আতঙ্ক গোটা বিশ্বের ন্যায় ভারতেও সৃষ্টি করছে ভয়, কাশ্মীরেও করোনায় মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার গভীর রাতে কাশ্মীরের হায়দারপোড়ার এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় এক তিনমাসের কাশ্মীরি শিশু করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। বিশ্ব জুড়ে ভয়াবহ পরিস্থিতিতেও বোমা হামলা চলছে উপত্যকায়।
দু’দিন আগেও প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার দিন রাত সওয়া আটটা নাগাদ যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান এবং হামলা চালায়,তারপর পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। ২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি দিনটির কথা ভেবে আজও আতঙ্কিত হন বহু মানুষ, পুলওয়াতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয়েছিল ৪২ জন ভারতীয় জওয়ানের।