তড়িৎ ঘোষ : মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এর অন্তর্গত ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা থাকবে ১৮° থেকে ৩০° এর মধ্যে।
২০১৬ সালে ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ সংগঠিত হয়। সেবার ব্যাটি সহায়ক পিচে বিরাট কোহলি দ্বিশতরান করেছিলেন। এবার বেশ ভালো স্পোটিং পিচ পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। যাতে বোলার ও ব্যাটসম্যান সকলেই সুবিধা পাবেন। বিরাট কোহলি ইঙ্গিত দিয়েছেন তিনি তিন পেসার ও দুই স্পিনার ফরমেশনে নামবেন অর্থাৎ রাঁচি টেস্টে বিশ্রাম দেওয়া ইশান্ত শর্মা দলে ফিরছেন শাহবাজ নাদিম এর জায়গায়।
সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ শামি।