ফাইনালে ভারত, পাকিস্তানকে ১০ উইকেটে হারাল ভারত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০ উইকেটে পর্যদুস্ত করে ফাইনালে পৌঁছালো ভারত। দক্ষিণ আফ্রিকার পোচেফস্ট্রমের সেমিফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয়…

Avatar

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০ উইকেটে পর্যদুস্ত করে ফাইনালে পৌঁছালো ভারত। দক্ষিণ আফ্রিকার পোচেফস্ট্রমের সেমিফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় বোলিং লাইন আপের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটসম্যানরা। ৪৩.১ ওভারে মাত্র ১৭২ রানের মধ্যেই পাকিস্তান তাদের সবকটি উইকেট হারিয়ে বসে।

ভারতের দুই ওপেনার ব্যাটসম্যান সফলভাবে ১৭৩ রানের লক্ষ্যটি তাড়া করে ফেলে। ভারত ৩৫.২ ওভারে বিনা উইকেটে ১৭৬ রান তুলে নেয়। এটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের টানা চতুর্থ জয় এবং পাকিস্তানের বিপক্ষে কোনো দলের সর্বোচ্চ পার্টনারশিপ। যশস্বী জয়সয়াল অনবদ্য একটি শতরান করেন। ১১৩ বলে চারটি ৬ এবং আটটি ৪ এর সাহায্যে ১০৫ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গী দিব্যাংশ সাক্সেনা করেন অপরাজিত ৫৯ রান। এর আগে ৩ ওভার হাত ঘুরিয়ে ১১ রান দিয়ে একটি উইকেট দখল করেন যশস্বী। এই প্রদর্শনের জন্য ম্যাচের সেরা হয়েছেন তিনি।

*ম্যাচের সংক্ষিপ্ত স্কোর*

টসে জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান

পাকিস্তান: ১৭২ অল আউট(৪২.১ ওভার), রোহেল নাজির ৬২, হায়দার আলি ৫৬, সুশান্ত মিশ্র ৩-২৮

ভারত: ১৭৬-০(৩৫.২ ওভার), যশস্বী জয়সয়াল ১০৫, দিব্যাংশ সাক্সেনা ৫৯

ভারত ১০ উইকেটে জয়ী

About Author