শুক্রবার ভারতীয় রেলের তরফে একটি ফ্রেট করিডোর তৈরির কাজের চীনা কোম্পানির চুক্তি বাতিল করা হয়েছিল। ৪১৭ কিলোমিটার দীর্ঘ এই ফ্রেট করিডোরটি কানপুর থেকে মুঘলসরাই পর্যন্ত বিস্তৃত। এবার এই চুক্তি বাতিলের জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলো চীনা সংস্থাটি। China Railway Signal and Communication Corporation (CRSC) নামে এই সংস্থার দাবি, “বিশ্ব ব্যাংকের আর্থিক সাহায্য নিয়ে এই ফ্রেট করিডোরটি তৈরি হচ্ছিল। কিন্তু তারা এখনো এই চুক্তি বাতিল করেনি। ভারতীয় রেল এদিকে সংস্থার হাতে চুক্তি বাতিলের নোটিশ ধরিয়েছে।”
দিল্লি হাইকোর্টে এই নিয়ে মামলা করেছে ওই চীনা সংস্থাটি। এই প্রসঙ্গে ভারতীয় রেলের দাবি, বিশ্ব ব্যাংক চুক্তি বাতিল করেনি ঠিকই কিন্তু এই ফ্রেট করিডোরের তহবিল এবার রেল নিজেই তৈরি করবে। প্রসঙ্গত, কানপুর থেকে মুঘলসরাই পর্যন্ত ৪১৭ কিলোমিটার ফ্রেট করিডোরের বরাত পায় এই চীনা সংস্থাটি। ২০১৬ সালে বিশ্ব ব্যাংকের সহায়তায় রেলের সাথে ৪৭১ কোটি টাকার চুক্তি হয় চীনা সংস্থার। গত চার বছরে মাত্র ২০ শতাংশ কাজ করা হয়েছে এই দাবি করে রেলের তরফে চীনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে দেওয়া হয়।
গতকাল এই চুক্তি বাতিলের চিঠি দেওয়া হয় সংস্থাটিকে। তারপর আজ সংস্থার তরফে রেলের নামে মামলা করা হলো দিল্লি হাইকোর্টে। জানা যাচ্ছে, চীনা সংস্থা আদালতের দ্বারস্থ হয়েছে যাতে কোনোভাবেই ভারতীয় রেল বিশ্ব ব্যাংকের টাকা না পায় তার জন্য। কানপুর-মুঘলসরাই ওই ফ্রেট করিডোরের ম্যানেজিং ডিরেক্টর অনুরাগ সাচান জানিয়েছেন, “আমরা চীনা সংস্থাকে বরাত বাতিলের চিঠি দিয়েছি। নতুন করে টেন্ডার ডাকা হবে, কোনো ভারতীয় সংস্থাকে দিয়ে এই কাজ করানো হবে।”