এবার অরুণাচল প্রদেশে ব্রিজ তৈরি করল ভারত, যার সাহায্যে এই সেতু দিয়েই সেনার সরঞ্জাম ও সেনাবাহিনী খুব সহজেই পৌঁছতে পারবে সেখানে। জানা গিয়েছে, ওই সেতু ৪০ টন পর্যন্ত ভার বহন করতে সক্ষম। ব্রিজটির অনেক নীচে বয়ে গিয়েছে খরস্রোতা নদী। ব্রিজটি অনেক চওড়া হওয়ায় সহজেই জিনিসপত্র নিয়ে আসা যাবে। ৪.৯৪ কিলোমিটার দীর্ঘ এই ব্রিজের নির্মাণে খরচ হয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকা।
ওই অঞ্চলে ভারত-চীন সংঘাত সবচেয়ে বেশি। আর সেখানেই ভারত তৈরি করে ফেলল একটি ব্রিজ। যদিও যাতায়াতের অসুবিধা ছিল। এছাড়া বিশেষজ্ঞদের মতে, এতে চীনকে রীতিমতো চিন্তায় ফেলবে ভারত। ওই অঞ্চলে যাতায়াতের অসুবিধা থাকায় সঠিকভাবে সেই স্থানে নজরদারি চালাতে পারত না ভারত। তাই এই সেতু। এরফলে সীমান্ত পর্যন্ত বাড়ানো হয়েছে ব্রিজটি। তারফলে খুব সহজেই জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে ওই অংশে।
এছাড়া আরও একটি স্থানে সেতুর উদ্বোধন হয়েছে। অরুণাচল প্রদেশের সুবনসিরি নদীর উপর তৈরি হল দাপোরিজো সেতু। আশ্চর্যের বিষয় মাত্র একমাসেরও কম সময়ে এই সেতুটির কাজ সম্পন্ন হয়েছে। দেশে লক ডাউন জারি শুরুর সময় থেকে এই সেতু তৈরির কাজ চালিয়ে গেছেন অফিসার ও কর্মীরা। একশো-এর বেশি শ্রমিক এই সেতু নির্মাণে অংশগ্রহণ করেন। যাতায়াতের সুবিধার জন্য তৈরি হয়েছে এই সেতু। এছাড়া চীন সীমান্তে অতিদ্রুত সৈন্য ও সাঁজোয়া গাড়ি পারাপার করা যাবে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside