করোনা : দশ হাজারের গন্ডি পেরোলো ভারত, আক্রান্তের শীর্ষে মহারাষ্ট্র

লকডাউনের পর দেশে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির উপর ভিত্তি করে এবং দেশের মানুষের স্বার্থে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করেছেন। এদিকে…

Avatar

লকডাউনের পর দেশে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির উপর ভিত্তি করে এবং দেশের মানুষের স্বার্থে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করেছেন।

এদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে নতুন করে করোনাতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১১ জন। আর গত ২৪ ঘন্টায় দেশে করোনার বলি হয়েছেন ৩১ জন। দেশে মোট এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৩৬৩ জন। সমস্ত তথ্যই সরকারি সূত্রের উপর ভিত্তি করে লেখা হয়েছে।

তবে খুশির খবর, এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৩৬ জন। দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যার নিরিখেও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৩৪ জন, মৃত্যু হয়েছে ১৬০ জনের।

এরপরেই রয়েছে দিল্লির স্থান। সেখানে মোট আক্রান্ত ১ হাজার ৫১০ জন, মৃত্যু হয়েছে ২৮ জনের। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৭৩ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০০ র বেশি। মৃত্যু হয়েছে ৭ জনের।

About Author