ভারত ক্রমশ করোনা মোকাবিলার ক্ষেত্রে উন্নতির দিকে পৌঁছাচ্ছে। সোমবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছেন যে ভারতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ২৬৫, কিন্তু এর মধ্যেও রয়েছে ভালো খবর। কি সেই ভালো খবর? ভারতে করোনা ভাইরাস সংক্রমণ দ্বিগুন হবার হার কমেছে। আগে ৩.৪ দিনে দ্বিগুন হতো এখন সেটা ৭.৫ দিনে হচ্ছে।
India’s doubling rate before the lockdown was 3.4 days, it has now improved to 7.5 days. As per data on April 19, in 18 states, the rate is better than the national average: Lav Agarwal, Joint Secretary, Health Ministry https://t.co/YC4sZJ4Lk8
— ANI (@ANI) April 20, 2020
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন গত ২৪ ঘন্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। তার সাথে ১ হাজার ৫৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া কেরল লকডাউনে বিশেষ ক্ষেত্রে ছাড় দিয়েছে যা কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা আইন ভঙ্গ করেছে। তাই সেক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে নোটিস জারি করা হয়েছে।
এছাড়া পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে যে যে পিপিই কিটগুলি কাজ করছে না, সেগুলি আইসিএমআর-র নির্দেশ অনুযায়ী ২০ ডিগ্রি তাপমাত্রার নিচে রেখে টেস্ট করা হচ্ছে কিনা সেদিকেও বিশেষ নজর রাখতে হবে। আবার পশ্চিমবঙ্গে বেশ কিছু জেলাতে লকডাউন মণ হচ্ছে না, সেখানে কেন্দ্রীয় প্রতিনিধি দল গিয়ে পরিস্থিতির নজরদারি চালাবে বলে জানিয়েছে কেন্দ্র।