নয়াদিল্লি: যেভাবে করোনা পরিস্থিতি দেশের মধ্যে উদ্বেগজনক হয়ে উঠছে, তাতে কবে বাজারে করোনা ভ্যাকসিন আসবে এই প্রশ্নে কার্যত নাজেহাল হয়ে উঠেছে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলে। সিরাম ইনস্টিটিউট এবং ভারতের বায়োটেক করোনা ভ্যাকসিন তৈরি করছে। এমনকি তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্যও তারা অনুমোদন চেয়েছে। আর এরই মধ্যে পুজোর আগে সবচেয়ে বড় খবর হল রাশিয়ার করোনা ভ্যাকসিনের জন্য বন্ধ দরজা খুলে দিল ভারত।
জানা গিয়েছে, রাশিয়ার বহু প্রচলিত বা বহু প্রতীক্ষিত স্পুটনিক’ করণা ভ্যাকসিনের ট্রায়াল’ শুরু হতে চলেছে ভারতে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফ থেকে এই সংস্থাকে ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে। প্রথমদিকে রাশিয়ার করোনা ভ্যাকসিন ভারতে আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলেও পরবর্তী সময়ে শেষমেষ রাশিয়ার করোনা ভ্যাকসিন ট্রায়ালে অনুমতি দেওয়া হল।
স্পুটনিকের বিপণনের দায়িত্বে থাকা রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড এবং ভারতের ডক্ট রেড্ডিস ল্যাবোরেটরি গত মাসেই ঘোষণা করেছিল ডক্টর রেড্ডি’স ল্যাবকে ১০ কোটি স্পুটনিক ভ্যাকসিন দেওয়া হবে সরবরাহের জন্য। ফলে ভারতে করোনা ভ্যাকসিন বাজারে আসার ক্ষেত্রে আশার আলো দেখছেন চিকিৎসকেরা।