২০২০ সালের একটি দীর্ঘ সময় পেরিয়ে এসেছি আমরা, যা আমাদের খুব খারাপ অভিজ্ঞতার মধ্যে যেতে বাধ্য করেছে। ২০২০ সালের মাত্র ছয় মাসেরও কম সময়ে করোনা মহামারী, সুপার সাইক্লোন ও পঙ্গপালের কবলে পড়েছে ভারতীয়রা। পঙ্গপালের দাপটে ভারতের বিভিন্ন অংশ আগামী দিনে আরও সংকটে পড়তে চলেছে। রাজস্থান এবং গুজরাতের মতো রাজ্যগুলি ইতিমধ্যে এই বছরের শুরুর দিকে পঙ্গপালের কবলে পড়েছিল।
বর্তমানে মধ্যপ্রদেশ, রাজস্থান ও উত্তরপ্রদেশ পঙ্গপালের আক্রমণের মুখে পড়েছে। মনে করা হচ্ছে যে, ইরান ও পাকিস্তানের বেলুচিস্তানে জন্ম ও বৃদ্ধির পর এগুলো রাজস্থানে এসে পৌঁছেছে। সেখান থেকে দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে। গুজরাট ও পাঞ্জাব সরকার কৃষকদের পঙ্গপালের আক্রমণ সম্পর্কে সতর্ক করেছে। জানা গেছে, ২০ শে মে রাজস্থানের দাউসা জেলায় পঙ্গপালের ঝাঁক দেখা যায়। পাঁচ দিনের মধ্যে তারা আজমির থেকে দাউসা পৌঁছানোর জন্য প্রায় ২০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল বলে বিশেষজ্ঞদের অনুমান।
বর্তমানে এই পঙ্গপালের দল উত্তরপ্রদেশে প্রবেশ করেছে। জানা গেছে, রাজস্থানে ১ টি, উত্তরপ্রদেশের ১ টি ও মধ্যপ্রদেশের ২ টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও উত্তরপ্রদেশের আগ্রা, আলিগড়, মথুরা, বুলান্দশহর, হাট্রাস, এটা, ফিরোজবাদ, ময়নপুরী, ইটাওয়াহ, ফারুখাবাদ, আওরাইয়া, জালৌন, কানপুর, ঝাঁসি, মহোবা, হামিরপুর এবং ললিতপুর জেলাগুলিতে পঙ্গপালের দাপট দেখা যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।