ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছে দেশ। আগামী ৮০ বছরের মধ্যেই দেখতে হবে সেই দিন, জানালেন বিজ্ঞানীরা। তবে ঠিক কি ঘটতে চলেছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তারা। বিধ্বংসী বন্যা, ভয়াবহ ভূমিকম্প বা চরম তাপপ্রবাহ – যা কিছু একটা ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন তারা। ফলে, এই ভয়ঙ্কর বিপর্যয় থেকে রক্ষা পেতে এখনই সবাইকে সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন তারা। নিজেদের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে গ্রিনহাউস গ্যাসের নির্গমন যাতে কমিয়ে আনা যায়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে মানুষকে।
আগামী দিনে ভারতের অবস্থা সবচেয়ে ভয়াবহ হতে চলেছে বলে জানিয়েছে বহুল প্রচারিত প্রকৃতি বিষয়ক জার্নাল ‘আর্থ সিস্টেমস অ্যান্ড সায়েন্স’। সৌদি আরবের আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনসুর আলম আ জৌরি জানিয়েছেন, ২১ শতকে ইতিমধ্যে ভারতের সর্বনিম্ন গড় বার্ষিক তাপমাত্রা প্রায় ৪.২ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। ভারতের মত জনবহুল দেশে এমনিতেই প্রকৃতির খামখেয়ালিপনা দেখা যাচ্ছে নিয়মিত। ফলে একুশ শতকের মধ্যেই ভারত ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়বে মনে করেন তিনি।
তবে শুধু তাপমাত্রার বৃদ্ধি নয়, হতে পারে ভয়াবহ বন্যাও, জানিয়েছে ওই জার্নাল। উত্তর পশ্চিম ভারতে ভয়াবহ এই বন্যার প্রভাবেই ঘটতে পারে ব্যাপক প্রাণহানির ঘটনা, আশঙ্কা খবর প্রকাশ করেছেন জার্নালের বিশেষজ্ঞরা। তাপমাত্রার ব্যাপক বৃদ্ধির ফলে হিমবাহের গলনের কারণে এই বন্যা হতে পারে। একইসঙ্গে বার্ষিক বৃষ্টির পরিমাণ বৃদ্ধিও প্রভাব ফেলবে ভারতে, আশঙ্কা বিজ্ঞানীদের।