Today Trending Newsদেশনিউজ

আমেরিকা থেকে বিশ্বের সেরা যুদ্ধ বিমান কিনছে ভারত

Advertisement

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের দ্বিতীয় দিনে, মঙ্গলবার স্বাক্ষরিত হলো ইন্দো – মার্কিন প্রতিরক্ষা চুক্তি। নয়াদিল্লির হায়দ্রাবাদ ভবনে এই চুক্তিতে সই করার পর সাংবাদিকদের মুখোমুখি হন দু দেশের রাষ্ট্রপ্রধান। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথ বিবৃতিতে দাবি করেন, ‘প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে স্বাক্ষরিত হলো ইন্দো – মার্কিন প্রতিরক্ষা চুক্তি। ৩ বিলিয়ন মার্কিন ডলারের এই প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী আমেরিকার থেকে এমএইচ-৬০ রোমিও সি-হক হেলিকপ্টার ও এএইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টার কিনবে ভারত।’ এই যুদ্ধ বিমানগুলো বিশ্বের সেরা বলে জানান ট্রাম্প।

এই চুক্তির মাধ্যমে দুই দেশ প্রতিরক্ষার দিক থেকে মজবুত জায়গায় অবস্থান করবে বলে যৌথ বিবৃতিতে দাবি করা হয়। মুসলিম মৌলবাদ বা ইসলামিক টেরর নিয়ে যৌথভাবে লড়াইয়ের ঈঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে পাশে দাঁড় করিয়ে বলেন, ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের একসঙ্গে লড়াই করবে ভারত আমেরিকা।’ প্রতিরক্ষা ও বিজ্ঞানের উন্নতিতে আমেরিকার সঙ্গে যৌথভাবে কাজ করার ঈঙ্গিত দেন তিনি।

আরও পড়ুন : ট্রাম্প-মোদী বৈঠক, স্বাক্ষরিত হল ৩০০ কোটির প্রতিরক্ষা চুুুক্তি

এদিনের যুক্তি অনুযায়ী আমেরিকা থেকে ২.৬ বিলিয়ন ডলার মূল্যের ২৪টি এমএইচ-৬০ রোমিও সি-হক হেলিকপ্টার ও প্রায় ৮০ কোটি ডলার মূল্যের ছ’টি এএইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টার কিনবে ভারত, এমনটাই জানা দুই দেশের রাষ্ট্রপ্রধানের যৌথ বিবৃতিতে।

Related Articles

Back to top button