ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত। ১ উইকেটে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। শুরুতেই চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি কে ফিরিয়ে ভারতীয় শিবিরে আঘাত হানে বাংলাদেশ। চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে ও রবীন্দ্র জাদেজার অর্ধশত রান এবং সর্বোপরি মায়াঙ্ক আগরওয়ালের দ্বিশতরানের সুবাদে দিনের শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৬ উইকেটের বিনিময়ে ৪৯৩ রান। এই মুহূর্তে ভারত বাংলাদেশের থেকে ৩৪৩ রানে এগিয়ে।
এখন পর্যন্ত আটটি টেস্ট ম্যাচ খেলা মায়াঙ্ক আগরওয়াল তিনটি শতরান করে ফেলেছেন যার মধ্যে দুটি দ্বিশতরানের ইনিংস রয়েছে। আজ সেওয়াগ স্ট্যাইলে ছক্কা হাঁকিয়ে দ্বিশতরান পূর্ণ করেন মায়ঙ্ক আগরওয়াল। শেষ পর্যন্ত ৩৩০টি বল খেলে ২৮ টি চার ও ৮ টি ছয়ের সাহায্য ২৪৩ রান করেন তিনি। ক্যাপ্টেন বিরাট কোহলির ইচ্ছা ছিল ত্রিশতরান পূর্ণ করবেন তিনি কিন্তু ছয় মারতে গিয়ে মেহেদী হাসানের বলে মিড উইকেটে আবু জায়েদ এর হাতে ক্যাচ থামিয়ে ২৪৩ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
দ্বিতীয় দিনের শেষে ৬০ রান করে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং তার সঙ্গী উমেশ যাদব। উমেশ এদিন ১০ বলে তিনটি ছয় ও একটি চারের সাহায্যে ২৪ রানের একটি মারকাটারি ইনিংস খেলেন। বাংলাদেশি বোলারদের মধ্যে আবু জায়েদ চারটি, ইবাদত হোসেন ও মেহেদী হাসান একটি করে উইকেট নিয়েছেন। আগামীকাল হয়তো ভারত ইনিংসের পরিসমাপ্তি ঘোষণা করে বাংলাদেশকে ব্যাট করতে পাঠাবে।