২০২১ সালের মধ্যে ভারতে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা হবে ২.৮৭ লক্ষ: MIT
বিশ্বের মোট ১০ টি দেশের আক্রান্তের সংখ্যা ২০২১ সালের মধ্যে অনেকটাই বাড়বে।
করোনা নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ করল Massachusetts Institute of Technology (MIT). এই সংস্থার গবেষক ও বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২১ সালের শীতকালের মধ্যে ভারতে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা ২.৮৭ লক্ষ হতে পারে। যদি করোনা ভ্যাকসিন আবিষ্কার না হয় এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতি না ঘটে তাহলে এই আক্রান্তের সংখ্যা এতটা বাড়বে বলে তারা মনে করছেন।
এই সংস্থার অধ্যাপক হাজির রহমানদাদ এবং জন স্টারমান ও পিএইচডি সদস্য ইয়াং লিম বিশ্বের মোট ১০ টি দেশের আক্রান্তের সংখ্যা ২০২১ সালের মধ্যে অনেকটাই বাড়বে। যার মধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা প্রতিদিন ২ লক্ষ ৮৭ হাজার হবে। আর বাকি দেশগুলি হল-আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, ইরান, ইন্দোনেশিয়া, ব্রিটেন, নাইজেরিয়া, তুর্কি, ফ্রান্স এবং জার্মানি। ২০২১ সালের ফেব্রুয়ারি শেষে ভারতে প্রতিদিন আক্রান্তের সংখ্যা হবে ২ লক্ষ ৮৭ হাজার, আমেরিকাতে হবে ৯৫ হাজার, দক্ষিণ আফ্রিকা ২১ হাজার, ইরান ১৭ হাজার, ইন্দোনেশিয়া ১৩ হাজার হতে পারে।
গবেষকরা ৮৪ টি দেশের প্রায় ৫ কোটি মানুষের ওপর গবেষণা করে তবেই বিষয়টি সামনে এনেছেন। করোনা টেস্ট, মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রতিদিন আক্রান্তের সংখ্যা যে হারে গোটা বিশ্বেই বাড়ছে, সেই সমস্ত দিক বিচার করেই এই তথ্য তুলে ধরা হয়েছে। গবেষকদের মতে, যদি আগামী কয়েক মাসের মধ্যে করোনা ভাইরাসের প্রতিষেধক বা টিকা আবিস্কার না হয় তবে চরম বিপদের সম্মুখীন হবে গোটা ভারত। তাই আগামী কয়েকমাসে করোনার টিকা আবিস্কার না হলে এবং দেশে সুস্থতার হার না বাড়লে ভারত ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে। মার্কিন গবেষকরা জানিয়েছেন, ২০২১ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছাতে পারে ২০-৬০ কোটিতে।