নয়াদিল্লি: রাম মন্দির তৈরি, বাবরি মসজিদ ইসু অনেকবার অনেক কারণে খবরের শিরোনামে উঠে এসেছে। রাম মন্দির থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ৫ একর জমি রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানেই উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড বাবরি মসজিদের বিকল্প হিসেবে জমি পেয়েছে। আর সেই জমিতে আগে তৈরি হবে হাসপাতাল। ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন এমনটাই চায় বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাম মন্দির নির্মাণের কাজ। করোনা পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে ভিত্তি প্রস্থর স্থাপন করার কাজ হয়। এদিনের অনুষ্ঠান ছিল কার্যত সাজো সাজো রব। সেদিন থেকেই সকলের মনে প্রশ্ন উঠেছিল মসজিদ তৈরির কাজ অযোধ্যায় কবে শুরু হবে? সেই প্রশ্নের অবসান ঘটিয়ে জানা গিয়েছে, সবার আগে বাবরি মসজিদের বিকল্প জমিতে হাসপাতাল নির্মাণের কাজ আগে শুরু হবে।
ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সচিব আতাহার হোসেন এ বিষয়ে জানিয়েছেন, ‘ওই এলাকায় হাসপাতাল নির্মাণের জন্য বাসিন্দারা অনেকদিন ধরেই দাবি করছিলেন। ওই এলাকায় একটি সরকারি ফার্ম রয়েছে। এখনও সেখানে কৃষিকাজ চলে। তাই ঠিক করা হয়েছে মসজিদ তৈরি হলেও সেখানে হাসপাতাল, রান্নাঘর ইসলামিক গবেষণাকেন্দ্র ও সংগ্রহশালা তৈরি করা হবে।’ তবে মসজিদ নির্মাণ হলেও তার সঙ্গে বাবরি মসজিদের কোনও সম্পর্ক থাকবে না বলেও তিনি জানিয়েছেন।
তবে করোনা পরিস্থিতির মধ্যে সবার আগে হাসপাতাল নির্মাণের কাজ শুরু করতে চান তাঁরা। অযোধ্যাবাসীদের সুচিকিৎসার ব্যবস্থা দিতে পারলে নিজেদের ভাল লাগবে বলেও জানিয়েছেন আতাহার। জানা গিয়েছে, ওই পাঁচ একর জমিতে সবকটি ভবনের কাজ একইসঙ্গে চলবে। তবে ট্রাস্টের তরফ থেকে প্রধান গুরুত্ব দেওয়া হচ্ছে হাসপাতাল নির্মাণের কাজকেই। তাই হাসপাতাল নির্মাণের কাজ সবার আগে শুরু হবে বলে জানা গিয়েছে। এই হাসপাতাল তৈরি হলে অযোধ্যাবাসীদের সুরাহা হবে বলেও দাবি করেছে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন।