দেশনিউজ

আশার আলো দেখছে দেশ, আগের তুলনায় কমছে সংক্রমণের হার

Advertisement

প্রতিদিন করোনা আক্রান্তের পাশাপাশি এখন আগের থেকে কমেছে দৈনিক সংক্রমণের হার। এই মুহূর্তে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ লক্ষ। হিসেব মতোন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ লক্ষ ৬২ হাজার ৬৬৩। যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ লক্ষ ৯৭ হাজার ৮৬৭ জন মানুষ। তবে আগের থেকে কমেছে মৃত্যুর হার। বর্তমানে দেশে করোনায় মৃত্যুর হার ১.৬ শতাংশ।

সব মিলিয়ে এখনো পর্যন্ত করোনায় মারা গেছেন ৮৮,৯৩৫ জন। সব মিলিয়ে এখনো পর্যন্ত করোনা পরীক্ষা করানো হয়েছে ৯ লক্ষ ৩৩ হাজার ১৮৫ জনের। সারা বিশ্বে মোট করোনা আক্রান্ত তিন কোটি। সব মিলিয়ে মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লক্ষ ৩৭ হাজার ৯৯১জন।

মোট মৃত্যু হয়েছে ৯ লক্ষ ৩৯ হাজার ৩৬৪ জনের। সুস্থ হয়েছেন মোট ২ কোটি ১৫ লক্ষ ৪৮ হাজার ২৩১। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। আর বিগত দুই সপ্তাহ ধরেই ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৪ হাজার ৫৩১ ও ৩৬ হাজার ৩০৩ জন। প্রথম স্থানে থাকা আমেরিকায় মোট আক্রান্ত ৬৬ লক্ষ ৭৪ হাজার ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৪৪ লক্ষ ৫৫ হাজার জন।

প্রথম থেকে লকডাউন করেও আটকানো যায়নি করোনা সংক্রমণ। দেশে প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ আর এসবের মাঝেই এ বার আমেরিকাকেও সুস্থতার হারে ছাপিয়ে বিশ্বে এক নম্বর স্থান নিয়েছে ভারত। করোনা সংক্রমণে এখন ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। কিন্তু সুস্থতার হারে ভারত এখন এক নম্বরে এই নিয়ে প্রায় ৪৩ লাখ করোনা আক্রান্ত সেরে উঠেছেন এদেশে।

Related Articles

Back to top button