নাইট কারফিউর নিয়ম ভাঙল মন্ত্রীপুত্র, বাধা দিলে বিতর্কের মুখে মহিলা পুলিশকর্মীর

শ্রেয়া চ্যাটার্জি – নাইট কারফিউয়ের নিয়ম ভেঙে মন্ত্রীর ছেলে গাড়ি চালিয়েছে। শুধু তাই নয় উপরন্তু মাস্ক ও পরেননি। অন্যায় করেও পুলিশ আটকাতেই তাকে যথেষ্ট রোয়াব দেখাতে শুরু করেন তিনি। শুধু তাই নয় মন্ত্রীর ছেলে বলে সেই পুলিশকর্মীকে হুমকিও দেন। নিয়ম ভাঙার অপরাধে রাজ্যের মন্ত্রীর ছেলে এবং ও তার দুই বন্ধুকে গ্রেপ্তার করলো গুজরাট পুলিশ। কিন্তু তদন্ত এখনো ঠিকভাবে শুরু না হওয়ার জন্য সেই অভিযোগ তুলে মহিলা পুলিশ আধিকারিক আগে থেকেই চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।

ভারতবর্ষ জুড়ে করোনার থাবা ক্রমশ অব্যাহত রয়েছে। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই গুজরাটে নাইট কারফিউ চলছে। কিন্তু নাইট কারফিউয়ের নিয়ম লংঘন করে গাড়ি চালিয়েছেন মন্ত্রীপুত্র। নিয়ম ভাঙ্গার অপরাধে সেই গাড়িটি আটক করেন মহিলা কনস্টেবল সুনিতা যাদব। গাড়ি আটকানোর জন্য এই মহিলা পুলিশ কনস্টেবলের সঙ্গে রীতিমত দুর্ব্যবহার করেন মন্ত্রীপুত্র প্রকাশ। তার দুর্ব্যবহার ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। প্রকাশের কথার বিপরীতে সুনিতাও চুপ করে থাকেননি। সে অন্যায়ের প্রতিবাদ করে বলেছেন, “আমি আপনার চাকর নই যে, আপনি এমন ব্যবহার করবেন।”

এরপরে সুনিতা ভারচা রোড পুলিশ স্টেশনে ফোন করে পুরো ঘটনার কথা জানালে পুলিশ স্টেশন থেকে জানানো হয় তাদেরকে ছেড়ে দিতে। শুধু তাই নয়, এরপর ওই মহিলা কনস্টেবলকে ইস্তফা দিতে বাধ্য করা হয়। তবে পরিশেষে নড়েচড়ে বসেছে গুজরাট পুলিশ। ছেলেকে গ্রেফতার করার পরে মন্ত্রী অবশ্য জানিয়েছিলেন, তার শ্বশুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, তাকেই দেখতে যাচ্ছিলেন তার ছেলে। এমন কথা বলার পরও সেই পুলিশ কনস্টেবল তার গাড়ি ছাড়তে রাজি হননি।