সমুদ্রের তল দিয়ে চেন্নাই-পোর্ট ব্লেয়ারকে জুড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত প্রায় ২৩০০ কিলোমিটার দূরত্ব ‘সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল’ বা ওএফসি লিঙ্কের মাধ্যমে জুড়ে গেল। এদিন যা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। দেশে প্রথম বারের জন্য সমুদ্রের নীচ দিয়ে অপটিক্যাল ফাইবার কেবল নিয়ে যাওয়া হল। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী এদিন বলেন, আন্দামান-নিকোবরের বাসিন্দাদের জন্য প্রাক-স্বাধীনতা দিবসের উপহার এটা। শুধু তাই নয়, বৃহত্তম এই কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য এটা একটা বিরাট দিন বলেও জানান তিনি। কৌশলগত ভাবে এই প্রকল্প দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সারা দেশে ইন্টারনেট পরিষেবায় বিপ্লব এলেও পর্যটনের জন্য বিখ্যাত এই দ্বীপ অঞ্চল এত দিন হাই স্পিড ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিতই ছিল। সোমবার সকাল নাগাদ ভিডিয়ো কনফারেন্সে এই প্রকল্পের সূচনা করে সেই বঞ্চনার অবসান ঘটালেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে ইন্টারনেট ক্ষেত্রে সারা দেশের সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যোগাযোগের মেলবন্ধন ঘটলো। এদিন প্রকল্পের উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাসের মতো মারণ রোগের সংক্রমণও প্রকল্পের গতি রোধ করতে পারেনি।
নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে প্রকল্পের কাজ। এবার আন্দামান-নিকোবরের বাসিন্দারা মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এটি আন্দামানবাসীর জন্য উপহার।’ বর্তমানে, ছোট বড় ১২ টি দ্বীপ নিয়ে গঠিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দারা এতদিন টু জি পরিষেবা পেয়ে এসেছেন। এবার হাই স্পিড ইন্টারনেট পরিষেবা চালু হলে সুবিধা হবে সেখানকার বাসিন্দাদের।