আজ দেশের ৭৪তম স্বাধীনতা দিবস। এদিন ভারত ও চিন সীমান্তে লাদাখের প্যাংগং টিসো লেকের অববাহিকায় দেশের জাতীয় পতাকা উত্তোলন করলেন ইন্দো-তিব্বত বর্ডারের পুলিশের (ITBP) জওয়ানরা। আর সেই পতাকা উত্তোলনের ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে ITBP-র অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে। সেই পতাকা উড়ল ১৬ হাজার ফুট উচ্চতায় আর তার সঙ্গে দেশের জাতীয় সংগীত।
জানা গিয়েছে, করোনা পরিস্থিতির সঙ্গে লড়াইয়ের পর ৩১৮ জন ITBP ও 40 CRPF জওয়ানদের পুরষ্কৃত করা হবে। তাই জওয়ানদের পুরষ্কৃত করার জন্য তাঁদের নাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। জওয়ানরা ১০,০০০ বেড বিশিষ্ট করোনার হাসপাতাল পরিচালনা করছেন।
#WATCH Jammu and Kashmir: Indian Army troops in Gurez sector celebrate #IndependenceDay. (Source: Indian Army) pic.twitter.com/ILh2MI7Vyr
— ANI (@ANI) August 15, 2020
ITBT তরফে জানান হয়েছে, দুর্গম পাহাড়ি এলাকা এবং প্রতিকূল পরিবেশের মধ্যেও জওয়ানেরা লড়াই করেছে। তাই তাঁদের পুরষ্কৃত করা হবে। এছাড়া ৯০,০০০ ITBP জওয়ান ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ ভারত ও চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পাহারা দিচ্ছেন৷