মুকেশ আম্বানির নতুন ঘোষণা, পাড়ার সব ছোট মুদির দোকানও এবার অনলাইনে
সম্প্রতি রিলায়েন্সের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় ‘জিও মার্ট’-এর পাইলট প্রজেক্ট ঘোষণা করলেন রিলায়েন্স মালিক মুকেশ আম্বানি৷ এর মাধ্যমে স্থানীয় দোকান, পাড়ার মুদির দোকান, হকাররাও জিওমার্টে রেজিস্টার করতে পারবেন৷ যার ফলে হাতের মুঠোয় আসতে চলেছে মুদিখানার দোকানগুলি। জিও মার্ট ও হোয়াটসঅ্যাপের এই যৌথ উদ্যোগে পাড়ার ছোট মুদিখানাগুলি খুবই উপকৃত হতে চলেছে।
জানা গিয়েছে, হকার এবং ছোট মুদির দোকানগুলিকে অনলাইনে প্ল্যাটফর্মে আনতে ফেসবুকের অনলাইন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপকে কাজে লাগাবে ‘জিও মার্ট’৷ উল্লেখযোগ্য, বর্তমানে ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪ কোটি৷ তাদের মাধ্যমেই এবার স্থানীয় মুদির দোকানগুলিকে একত্রিত করতে চলেছে ‘জিও মার্ট’৷
বর্তমানে মুদিখানার খরিদ্দাররা মূলত পাড়া বা স্থানীয় এলাকাতেই সীমাবদ্ধ রয়েছে৷ কিন্তু জিওমার্টে রেজিস্টার করে দূরে দূরে গ্রাহক সংখ্যা বাড়ানো যাবে। রেজিস্টার করার পর হোয়াটসঅ্যাপে পাওয়া অর্ডারগুলি জিওমার্টের মাধ্যমে তা পৌঁছে দিতে পারবেন গ্রাহকের বাড়িতে৷ এরফলে ছোট মুদির দোকান ও ছোট ব্যবসায়ীরা খুব সহজেই তাদের ব্যবসা বাড়াতে পারবেন।
অন্যদিকে, যারা নতুন জিও মার্ট ব্যবহারকারী তাদের দেওয়া হবে বিনামূল্যে কোভিড-১৯ কেয়ার কিট৷ যার অর্থ হল জিও মার্টে যিনি প্রথম অর্ডার করবেন, তাকেই বিনামূল্যে এগুলি দেওয়া হবে৷ এই বিষয়ে মুকেশ আম্বানি বলেছেন ‘জিওমার্ট ও হোয়াটসঅ্যাপ মিলে দেশের প্রায় ৩ কোটি ছোট মুদির দোকানগুলিকে আর্থিক ভাবে আরও স্বচ্ছল করে তুলবে৷’