ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার জানিয়েছে চলতি বছরের মার্চ থেকে জুন মাসের মধ্যে হেঁটেই এক কোটিরও বেশি পরিযীয় শ্রমিক নিজের নিজের রাজ্যে ফিরেছেন৷ কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং হাইওয়ে দফতরের প্রতিমন্ত্রী ভি কে সিং স্বীকার করে নেন বিপুল সংখ্যক শ্রমিক কর্মস্থল ছেড়ে নিজেদের রাজ্যে ফিরে গিয়েছেন৷
সব মিলিয়ে মোট ১ কোটি ৬ লক্ষ শ্রমিক ওই সময়ের মধ্যে নিজেদের রাজ্যে ফিরেছেন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পরিযায়ী শ্রমিকদের খাবার, থাকার জায়গা, চিকিৎসার ব্যবস্থা এবং যথাযথ কাউন্সেলিং করানোর জন্য বারবার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছিল৷ সেই মতো হেঁটে ফেরা শ্রমিকদের খাবার, পানীয় জল, জুতো, বিশ্রাম নেওয়ার জায়গার ব্যবস্থা সব কিছুই করা হয়।
কিন্তু এতো কিছুর পরেও শেষ রক্ষা হয়নি। এদের মধ্যে অনেকেই শারীরিক অসুস্থতার কারনে অসুস্থ হয়েছেন। আবার অনেকে ফেরার সময় রাস্তায় দুর্ঘটনায় মারা গেছেন। কিন্তু তাই বলে সরকার এখনো তার সঠিক নথি দিতে সক্ষম হয়নি। করোনা আবহে দেশের বিভিন্ন প্রান্তে থাকা শ্রমিকরা নিজেদের সুরক্ষিত করতে বাড়ি ফেরার প্রস্তুতি নেন।
প্রসঙ্গত, দেশে মার্চ থেকে চলা লকডাউনে এক এক করে বন্ধ হতে শুরু করে দোকান বাজার, শপিং মল, স্কুল , কলেজ এবং ট্রেন বাস পরিষেবা। ওই মুহূর্তে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফেরা সম্ভব হয়নি অনেকেরই। অনেকেই বাড়ি ফেরার জন্য পায়ে হাটার পথ অবলম্বন করেন। আবার অন্যদিকে সেই সময়েই জাতীয় সড়ক সহ দেশের রাস্তাগুলিতে ৮১,৩৮৫টি দুর্ঘটনা ঘটেছে, যেখানে মোট ২৯,৪১৫ জনের মৃত্যু হয়েছে৷