প্রবল গতি নিয়ে পৃথিবীর দিকে ছুটে আসছে দুই লেজবিশিষ্ট ধূমকেতু নিওওয়াইস। যদিও তার আরও একটি নাম রয়েছে, যেটি হল সি/২০২০ এফ৩। জানা গিয়েছে ১৪ই জুলাইয়ের পর থেকে ভারতের আকাশে প্রতিদিন সূর্যাস্তের পর প্রায় ২০ মিনিট ধরে দেখা যাবে এই ধূমকেতুকে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন যে, এর উজ্জ্বলতা এতোটাই বেশি যার ফলে কোনও টেলিস্কোপ ছাড়াই খালি চোখে তা নজরে আসবে। ১৪ই জুলাই থেকে সূর্যাস্তের পর উত্তর-পশ্চিম দিকে আকাশের নীচের দিকে প্রায় টানা ২০ দিন ধরে দৃশ্যমান হবে এই উজ্জ্বল ধূমকেতু ৷ তারপর ধীরে ধীরে ওপরের দিকে উঠে যাবে।
ধূমকেতুটিকে উত্তর গোলার্ধ থেকে উত্তর আকাশে বেশি সময় ধরে দেখা যাবে। আগামী ২২-২৩শে জুলাই পৃথিবী থেকে এটির দূরত্ব হবে ১০ কোটি কিলোমিটার। অর্থাৎ, সেইসময় পৃথিবীর থেকে সবচেয়ে কম দূরত্ব থাকবে ওই ধূমকেতুর। যদিও ধূমকেতুটির দুটি লেজ রয়েছে তবে এটির দ্বারা পৃথিবীর কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
এই বিষয়ে ওড়িশা তারামন্ডলের উপনির্দেশক ডাঃ শুভেন্দু পটনায়ক জানিয়েছেন, “নাসার তরফ থেকে চলতি বছরের মার্চে এই ধূমকেতুর কথা জানানো হয়েছিল। পৃথিবী থেকে এখন তার দূরত্ব মাত্র ২০ কোটি কিলোমিটার।” উল্লেখযোগ্য, নাসা স্পেস স্টেশন থেকে এর একটি ছবিও পোস্ট করেছেন মহাকাশচারী বব বেহেনকেন ৷