Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্যাংগং লেকের ধার থেকে সরছে চীন সেনা, স্যাটেলাইটে ধরা পড়ল ছবি

Updated :  Saturday, July 11, 2020 9:01 PM

কূটনৈতিক স্তরে দীর্ঘ আলোচনার পর লাদাখ থেকে সরছে চীনা সেনা। শুক্রবার সামনে আসা স্যাটেলাইট ইমেজ থেকে পরিষ্কার প্যাংগং লেকের ধার থেকে সরছে চীনা সেনা। তবে ওই এলাকায় এখনো কয়েকশ চীনা সেনার তাঁবু দেখা যাচ্ছে। এর আগে গত ২৬ জুনের স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছিল লেকের ধারে চীনা সৈন্যের ভিড়। আজকের ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে, সেই অংশ অনেকটাই ফাঁকা।

এর আগে গালওয়ান উপত্যকা থেকে সরেছিল চীনা সেনা। এবার প্যাংগং লেকের পার্শ্ববর্তী এলাকা থেকেও চীনা সেনা সরতে শুরু করলো। প্যাংগং লেক বরাবর সেনা ঘাঁটি বানিয়েছিল চীন। যদিও প্যাংগং লেকের ফিঙ্গার ১ থেকে ফিঙ্গার ৮ পর্যন্ত বরাবর টহল দিয়ে এসেছে ভারতীয় সেনা। কিন্তু চীনের দাবি ছিল ফিঙ্গার ৮ থেকে ফিঙ্গার ৪ পর্যন্ত তাদের এলাকা। ফলে এই এলাকা নিয়েই দুই দেশের মধ্যে সংঘাত বাড়ছিল।

প্যাংগং লেকের ধার থেকে সরছে চীন সেনা, স্যাটেলাইটে ধরা পড়ল ছবি

একদিকে চীনা সেনার সরে যাওয়ার ছবি, অন্যদিকে ভারতীয় বায়ুসেনার হাতে এসে পৌঁছালো অত্যাধুনিক কপ্টার চিনুক এবং অ্যাপাচে। এএইচ-৬৪ই অ্যাপাচে ও সিএইচ-৪৭ এফ(আই) কপ্টার এবার থেকে ব্যবহার করবে ভারতীয় বায়ুসেনা। বোয়িংয়ের থেকে কেনা ২২ টি অ্যাপাচে কপ্টারের মধ্যে বাকি থাকা শেষ পাঁচটি কপ্টার এসে পৌঁছেছে। এর আগে গত মার্চ মাসে বরাত দেওয়া ১৫ টি চিনুক কপ্টারের মধ্যে বাকি থাকা শেষ পাঁচটি কপ্টার তুলে দেওয়া ভারতীয় বায়ুসেনার হাতে। শুক্রবার সেগুলি এসে পৌঁছয় হিন্ডানে বায়ুসেনা ঘাঁটিতে।

এই অ্যাপাচে এবং চিনুক কপ্টার গুলি আসায় বায়ুসেনার শক্তি যে আরও বাড়বে সেকথা বলাই বাহুল্য। অ্যাপাচে কপ্টার সবচেয়ে বেশি ব্যবহার করে মার্কিন সেনা। এবার ভারতও সেই তালিকায় যুক্ত হলো।