সম্প্রতি খবর শোনা গিয়েছিল স্কুল খুলতে পারে শিগগিরই। কিন্তু সেই জল্পনাকে উড়িয়ে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আপাতত স্কুল কলেজ বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। কেন্দ্র সরকার এখনও এবিষয়ে কিছুই স্থির করেনি।
কবে স্কুল ও কলেজ খুলবে তা নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে নির্দেশ দেবে সরকার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাস থেকে সম্পূর্ণ রূপে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি শোনা গিয়েছিল শিক্ষক দিবসের পর স্কুল খোলার ব্যাপারে সম্মতি দিতে পারে সরকার। তবে সূত্র বলছে, সেপ্টেম্বরে দশম শ্রেণি পর্যন্ত স্কুল খুলছে না। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে একাদশ ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খুলতে পারে।