করোনা সংক্রমণ ঠেকাতে এবার বাংলার পথেই হাঁটছে যোগী রাজ্য। শুক্রবার রাত ১০ টা থেকে উত্তরপ্রদেশে শুরু হচ্ছে লকডাউন। আর চলবে সোমবার সকাল ১০ টা পর্যন্ত। প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে বেরোনো যাবে না। কড়া বিধিনিষেধ লাগা করা হয়েছে।
এই লকডাউনের সময় সরকারি ও বেসরকারি অফিস, সমস্ত দোকান, মল, রেস্তোরা সব বন্ধ থাকবে। কেবলমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকবে। বন্ধ থাকবে পরিবহন ব্যবস্থা ও। তবে বিশেষ ট্রেনগুলিকে রাজ্যে আসার অনুমতি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এছাড়া বিশেষ বাসে করেও যাত্রীরা ফিরতে পারবেন। গ্রামের এলাকাগুলির কারখানাগুলোতে কাজের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া রাস্তা ও এক্সপ্রেসওয়েতে কাজ চালু থাকবে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩২ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৮৪৫ জনের। তবে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ২০ হাজার মানুষ। এই আক্রান্তের সংখ্যা মাতারতিরিক্ত হারে বাড়ছে বলেও সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।