শ্রেয়া চ্যাটার্জি – বর্তমানে উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় এক বিরল প্রজাতির সাপের দেখা মিলেছে। সাপটির নাম ‘রেড কোরাল কুকরি’। নৈনিতাল এর বিন্দু খাট্টা এলাকায় এক আবাসস্থল থেকে সাপটি উদ্ধার করা হয়েছে। ডিভিশনাল ফরেস্ট অফিসার নিতিশ মানী ত্রিপাঠী জানান, “শুক্রবার সকালে কাবিন্দ্র কোরাঙ্গা থেকে গৌলা বনদপ্তর এ হঠাৎ করেই একটি ফোন আসে, ফোনটি করেছিলেন নৈনিতাল জেলার বিন্দুখাট্টা এলাকার কুরিয়াখাট্টা গ্রামের এক অধিবাসী।” বনদপ্তর এর লোকজন জানান, যখন তারা সাপ উদ্ধার করতে যান তার মধ্যেই গ্রামের অধিবাসীরা সাপটিকে একটি প্লাস্টিকের ব্যাগে ভরে রেখেছেন।
এই সাপ প্রথম দেখা গিয়েছিল, ১৯৩৬ সালে উত্তর প্রদেশের লখিমপুরখেরি এলাকাতে। এই সাপটির বিজ্ঞানসম্মত নাম হল ‘অলিগডন খেরিয়েনসিস’। গোর্খাদের ধারালো অস্ত্রের নাম ‘কুকরি’। এই সাপের ও অমনি ধারালো অস্ত্রের ন্যায় বাঁকানো এবং ব্লেড এর মতন ধারালো দাঁত রয়েছে তাই সাপের অমন নামকরণ করা হয়েছে।
ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার একজন বন্যজীবন বিশেষজ্ঞ বিপুল মৌর্য জানান এই সাপটি খুবই বিরল প্রজাতির সাপ। সম্ভবত দ্বিতীয়বার এই সাপটি খুঁজে পাওয়া গেল উত্তরাখণ্ডে। ২০১৪ সালে একবার এইসব খুঁজে পাওয়া গিয়েছিল কিন্তু তা মৃত ছিল। উজ্জ্বল কমলা বর্ণের এই সাপ সাধারণত কীটপতঙ্গ, লার্ভা ইত্যাদি খেয়ে থাকে। ১৯৭২ সালে বন্যজীবন সংরক্ষণ আইন অনুযায়ী এই সাপটিকে সংরক্ষিত সাপ হিসাবে ঘোষণা করা হয়েছে।