ধেয়ে আসছে আরও ভয়ানক বৃষ্টি, সতর্কবার্তা দিল হাওয়া অফিস

কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি চললেও IMD জানিয়েছে এবার উত্তর ভারতেও বৃষ্টি শুরু হবে। বৃষ্টি হতে পারে ভারী থেকে অতিভারী। প্রবল বৃষ্টির সতর্ক বার্তা দেওয়া হয়েছে উত্তর ভারতে।…

Avatar

কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি চললেও IMD জানিয়েছে এবার উত্তর ভারতেও বৃষ্টি শুরু হবে। বৃষ্টি হতে পারে ভারী থেকে অতিভারী। প্রবল বৃষ্টির সতর্ক বার্তা দেওয়া হয়েছে উত্তর ভারতে। IMD জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের উত্তর ভাগে প্রবল বৃষ্টিতে বহু পথঘাটে জল জমে যেতে পারে। দিল্লিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী কয়েকদিন বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হবে দিল্লি সহ রাজধানী অঞ্চলে, এমনটাই জানিয়েছে IMD। শুধু দিল্লি নয়, বৃষ্টি হবে নয়ডা, পালওয়াল, গুরুগ্রাম, গ্রেটার নয়ডা, ফরিদাবাদ, অঞ্চলগুলিতেও। প্রবল বৃষ্টির জন্য আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি চলেছে।

কোনো কোনো জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ রাজ্যের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা সহ বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের অনেক নদীর জলস্তর বিপদসীমার উপরে উঠে গিয়েছে বলে জানা গিয়েছে। মৎস্যজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।