২০২০ সালটা সব দিক থেকেই অদ্ভূত হয়ে উঠেছে মানুষের কাছে। এ বছর ইতিমধ্যে দু বার চন্দ্রগ্রহণ দেখা গেছে। আরও দু বার চন্দ্রগ্রহণের তিথি রয়েছে। শুধু চন্দ্রগ্রহণ নয়, রয়েছে সূর্যগ্রহণের তিথিও। আগামী ২১ শে জুলাই সকাল সোয়া ৯ টা নাগাদ গ্রহণ লাগবে সূর্যে। সম্পূর্ণ রূপে সূর্যগ্রহণ দেখা যাবে সকাল ১০ টা বেজে ১৭ মিনিট ৪৫ সেকেন্ড থেকে।
এই সময় আকাশে এক অদ্ভূত দৃশ্যের সাক্ষী থাকবে ভারতবাসী। সূর্যের পূর্ণ গ্রহণ চলাকালীন ভারতের আকাশে ‘রিং অফ ফায়ার’ বা আগুনের বলয় তৈরি হবে। তবে ভারতের সব জায়গা থেকে দেখা যাবে না এই দৃশ্য। মূলত উত্তর ভারতের বিভিন্ন অংশ থেকে সূর্যগ্রহণের এই ছবি দেখা যাবে।
এই সূর্যগ্রহণ স্থায়ী হবে দুপুর ২ টা বেজে ২ মিনিট পর্যন্ত। তবে পূর্ণ গ্রাস দেখা যাবে দুপুর ১২ টা ১০ মিনিট পর্যন্ত। শুধু ভারত নয়, বছরের প্রথম এই সূর্যগ্রহণ দেখা যাবে পাকিস্তান, চিন, কঙ্গো, ইথিওপিয়া ও আফ্রিকা থেকেও। এছাড়া, ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর সংলগ্ন দেশগুলিতে দেখা যাবে এই গ্রহণ। শুধু তাই নয়, ইউরোপ ও অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি অঞ্চল থেকে সূর্যগ্রহণ দেখা যাবে। খালি চোখে এই সূর্যগ্রহণ না দেখার পরামর্শ দিয়েছেন নাসার বিজ্ঞানীরা। পূর্ণগ্রাসের পাশাপাশি রিং অফ ফায়ার তৈরি হওয়ার কারণেই নিতে হবে অতিরিক্ত সতর্কতা।