ভারতীয় দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা, এই ১১ জনকে নিয়ে কাল মাঠে নামতে পারেন ভারতীয় অধিনায়ক
মহম্মদ শামি ও রোহিত শর্মার অনবদ্য প্রদর্শনের মাধ্যমে তৃতীয় ম্যাচে নাটকীয় জয় পাওয়ার সাথে সাথেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত ৩-০ তে এগিয়ে যায়। সেজন্য বাকি দুটি ম্যাচ নিয়মরক্ষা তে পরিণত হয়ে গিয়েছে। শুক্রবার ৩১ শে জানুয়ারি ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে চতুর্থ ম্যাচ খেলতে নামবে দুটি দল। এই ম্যাচে ভারতীয় দল রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করে নিতে চায়। প্রথম তিন ম্যাচে রিজার্ভ বেঞ্চে ছিলেন সঞ্জু স্যামসন, রিষভ পন্ত, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব এবং নবদীপ সাইনি।
এই সিরিজে কে এল রাহুলকে উইকেট কিপিং এর দায়িত্ব দেওয়ায় একজন বাড়তি ব্যাটসম্যান খেলানোর সুযোগ পায় ভারত তাই মনীশ পান্ডে খেলার সুযোগ পান কিন্তু তিনি ব্যাটিংয়ের সুযোগ পাননি সেভাবে। সঞ্জু স্যামসন বা রিষভ পন্তকে খেলাতে গেলে টপ অর্ডারের চার ব্যাটসম্যানের কাউকে বেঞ্চে বসতে হবে। এর আগেও বিরাট কোহলি ও রোহিত শর্মা বেঞ্চে বসে তরুণদের খেলার সুযোগ করে দিয়েছেন। স্যামসন বা পন্ত খেললে উইকেটকিপিং কে করবেন সেটাও দেখার বিষয়।
সম্প্রতি চোট সারিয়ে মাঠে ফিরেছেন ভারতের সেরা বোলার জসপ্রিত বুমরাহ সেইজন্য তার ওয়ার্কলোডের উপর যথেষ্ট ওয়াকিবহাল টিম ম্যানেজমেন্ট। তিনি পরবর্তী একদিনের সিরিজে দলে রয়েছেন এবং টেস্ট সিরিজেও দলে থাকছেন তাই তাকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া শিবম দুবের পরিবর্তে ওয়াশিংটন সুন্দর দলে আসতে পারেন। যুজবেন্দ্র চাহাল প্রথম তিন ম্যাচ খেলেছেন তাই বাকি দুটি ম্যাচে কুলদীপ যাদবকে খেলানোর সম্ভাবনা।
সম্ভাব্য ভারতীয় একাদশ
কে এল রাহুল, রোহিত শর্মা/বিরাট কোহলি, সঞ্জু স্যামসন/ রিষভ পন্ত, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, শিবম দুবে/ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর/নবদীপ সাইনি, মহম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল/কুলদীপ যাদব।