সুরজিৎ দাস: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতেই দুই টেস্টের সিরিজে মুখোমুখি হয়েছিলো ভারতীয় দল আন্টিগুয়া তে প্রথম টেস্টেই বিরাট দের দাপটে ওয়েস্ট ইন্ডিজের হার। ৩১৮ রানের বিশাল ব্যাবধানে ম্যাচ পকেটে পুরলেন বিরাট কোহলি, জশপ্রীত বুমরাহ রা। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় ঘটলেও যতো সময় গড়িয়েছে ততো পিচের সাথে মানিয়ে নিয়ে নিজেদের সেরা টা বার করেছে ভারতীয় ব্যাটসম্যান রা। এই নিয়ে বিদেশ এর মাটিতে ১২ টি টিস্ট জিতে নজির গড়লেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি সাথে সাথে টপকে গেলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী কে। অপরদিকে সর্বমোট ৬০ টেস্টের মধ্যে ২৭ টি জিতে সর্বোচ্চ টেস্ট জয়ের রেকর্ড ছিলো ধোনির সেই রেকর্ড কে এদিন স্পর্শ করলেন বিরাট মাত্র ৪৭ টি টেস্টের মধ্যে ২৭ টি জিতে বিরাট এই রেকর্ড গড়লেন।
এতো রেকর্ডের মাঝেও টেস্ট জয়ের আসল কারিগর হয়ে রইলেন অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা ও জশপ্রীত বুমরাহ। ব্যাটিং বোলিং সব দিক থেকেই দলের হাল ধরলেন তারা যার ফলে প্রথম দিনে ক্যারিবিয়ান ব্রিগেড কিছুটা লড়াই দিতে পারলেও সময় যতো এগিয়েছে ততোই খেলার থেকে সরে গেছে তারা যার ফলে ৩১৮ রানের বিরাট ব্যবধানে টেস্ট জিতলো ভারত। এর সাথেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬০ পয়েন্ট তুলে নিলো ভারতীয় ক্রিকেট দল পরবর্তী টেস্টে ওয়েস্ট ইন্ডিজ কে হারাতে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনেকটাই এগিয়ে যাবে ভারত।