Today Trending Newsদেশনিউজ

করোনা মোকাবিলায় প্রস্তুত ভারত, বিশেষ উদ্যোগ নিল ভারতীয় রেল

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – গোটা বিশ্ব জুড়ে করোনা আতঙ্কে আতঙ্কিত। ইতালিতে চলছে মৃত্যুর মিছিল। হাসপাতালে জায়গা নেই রাস্তায় তাঁবু খাটিয়ে তৈরি করা হয়েছে আইসোলেশন এর জায়গা। তথাকথিত শিক্ষিত উন্নত দেশ আজ হার মেনেছে মৃত্যুর কাছে। ভারতবর্ষ এ তৈরি হচ্ছে নানা জায়গায় আইসোলেশন সেন্টার। ক্রিকেটের মাঠ থেকে শুরু করে ট্রেনের ফাঁকা কামরা কোন জায়গাকে বাদ রাখা হচ্ছে না। কারণ সত্যিই সকলে ভয় পাচ্ছেন যদি ইতালির মতন অবস্থা হয় তাহলে ভারতবর্ষে কোথায় এত চিকিৎসা করা সম্ভব হবে! সেই কথা মাথায় রেখেই ট্রেনের ফাঁকা কামরা গুলিকে আইসোলেশন সেন্টার হিসাবে তৈরি করার কাজ চলছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে সমস্ত জায়গায় ট্রেনের ফাঁকা কামরা গুলিকে কাজে লাগানো হবে।

প্রতি সপ্তাহে দশটি করে রেলের কামরা কে বদলানো হবে আইসোলেশন এর ওয়ার্ড হিসাবে, ANI এর সুত্র থেকে এমনই জানানো হয়। ট্রেনের মধ্যে ওপরে ওঠার জন্য যে ধরনের সিঁড়িগুলো ছিল সেগুলো কে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাথরুমের জায়গা, এবং অন্যান্য জায়গাকে প্রস্তুত করা হচ্ছে আইসোলেশন কোচ হিসাবে। ভারতবর্ষে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৭৩ জন। দিনে দিনে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যাটি। প্রধানমন্ত্রীর লকডাউন ঘোষণার পরেও অনেক মানুষকে যত্রতত্র, ইচ্ছাকৃতভাবে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। আমরা যদি এখনো না সচেতন হই তাহলে আমাদের দেশকেও ভুগতে হবে। ইতালিতে লকডাউন ঘোষণার পরেও মানুষ সচেতন হয়নি, তাদের অগাধ বিশ্বাস ছিল তাদের চিকিৎসা ব্যবস্থার ওপর এই অহংকারের ফল ভোগ করছে আজ ইতালি।

প্রেমের শহর পরিণত হয়েছে ভুতুড়ে শহরে। তারা প্রথম দিকে সচেতন হয়নি তারা অবাধ মেলামেশা করেছে পার্টি করেছে, সিনেমা গেছে, শপিংমলে গেছে যার ফলে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়েছে। আমাদেরকে সচেতন হতে হবে বাড়িতে থাকতে হবে। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনো যাবে না বেরোনোর সময় মাস্ক পড়তে হবে, এবং বাড়িতে আসার পরে হাত মুখ ভালো করে সাবান দিয়ে ধুতে হবে। কোনরকম গুজবে কান দেবেন না, আতঙ্ক না, সাবধান থাকুন সতর্ক থাকুন।

Related Articles

Back to top button