দেশে প্রতিদিনই রেকর্ড সংক্রমণ ঘটছে। কিছুতেই যেন লাগাম টানা যাচ্ছে না। পঞ্চম দফার লকডাউনের আনলক ১-এ লাগাম ছাড়া সংক্রমণ ঘটেই চলেছে। প্রায় রাজ্যেই কম বেশি করোনা সংক্রমণ বাড়ছে। শুধু সংক্রমণ নয়, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত গোটা বিশ্বের মধ্যে ৪ নম্বরে চলে এসেছে। আর মৃতের সংখ্যার নিরিখে অষ্টম স্থানে চলে এসেছে ভারত। আর ধীরে ধীরে এই সংখ্যা বৃদ্ধি মানুষের মনে আশঙ্কার সৃষ্টি করছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১২,৮৮১ জন। যা এখনও পর্যন্ত সর্বাধিক রেকর্ড বৃদ্ধি। এই রেকর্ড প্রতিদিনই প্রায় ভাঙছে। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৬৬ হাজার ৯৪৬ জন। আর শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৩৪ জনের। এই নিয়ে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ২৩৭ জন। গতকাল দেশে মৃতের সংখ্যা সব থেকে বেশি হয়েছিল। ফলে একদিনেই মৃতের সংখ্যার অনেকটাই বৃদ্ধি হয়েছিল।
মহারাষ্ট্রে আক্রান্ত ও মৃতের সংখ্যা দেশের মধ্যে সর্বাধিক। মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ৭৫২ জন আর মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৫১ জন। দেশের মধ্যে বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণের মাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে। সেই রাজ্যগুলি হল- তামিলনাড়ু, দিল্লি, গুজরাট। প্রতিদিনই নতুন করে মানুষ করোনা সংক্রমিত হচ্ছেন। এদিকে বাংলাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাংলাতে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ হাজার ৩০০ জন। মৃত্যু হয়েছে ৫০৬ জনের। কলকাতাতে সংক্রমণ ও মৃতের সংখ্যা সবথেকে বেশি।