এই নিয়ে তৃতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলল কেরালায়
চীনে এখন মহামারীর আকার নিয়েছে করোনা ভাইরাস। যার জেরে মৃত্যু বেড়েছে চীনে। চীন থেকে আসা বা চীন হয়ে আসা সমস্ত যাত্রীদের ভারতের প্রায় সব বিমানবন্দরে চলছে স্ক্যানিং।
কিন্তু এত নজরদারির পরেও আটকানো গেলো না করোনা ভাইরাসের মারণ থাবা। দক্ষিণ ভারতের কেরালায় একজন ছাত্রের খোঁজ মিলল, এই নিয়ে তিনজনের খোঁজ মিলেছে কেরালায় যারা এই ভাইরাসে সম্প্রতি আক্রান্ত। গত মাসে তিনি চীনের উহান নামক শহর থেকে ভারতে ফেরে। গত মাসে চীনে করোনা ভাইরাসের ফলে মৃত্যু হয়েছে ৩৫০ এরও বেশি মানুষের। সেই মৃত্যুর কেন্দ্রস্থল থেকে তিন ছাত্র ভারতে আসার পর তাদের মধ্যে ওই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে।
আরও পড়ুন : থাইল্যান্ডের একদল চিকিৎসক আবিষ্কার করলেন করোনা ভাইরাসের ওষুধ
তৃতীয় যে ছাত্রটি করোনা ভাইরাসে আক্রান্ত তাকে বর্তমানে কাসারাগড়ের কাঞ্জানগড় হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। এই শহরটি অবস্থিত উত্তর কেরালায়।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, তারা আপাতত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, ইতিবাচক চিকিৎসার ফলে রুগীরা এখন স্থিতিশীল। তাদের জন্য চিকিৎসকরাও সর্বদা সতর্ক।