Today Trending Newsদেশনিউজ

দেশে মিলছে না চিকিৎসার সরঞ্জাম, সার্বিয়াকে ৯০ টন চিকিৎসার সরঞ্জাম রফতানি ভারতের

Advertisement

ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু এর জন্য প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম পাওয়া যাচ্ছে না বলে দেশের চিকিৎসকমহল থেকে অভিযোগ আসছে। চিকিৎসকদের কাছে পৌঁছাচ্ছে না N-95 মাস্ক। এরকম কঠিন পরিস্থিতিতে দেশের মানুষের জন্য খারাপ খবর সামনে এসেছে। সূত্রের খবর অনুযায়ী, যেখানে দেশে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়া যাচ্ছে না, সেখানে বিদেশে প্রচুর পরিমানে প্রয়োজনীয় জিনিস রফতানি করা হচ্ছে।

সূত্র অনুযায়ী জানা গেছে যে ভারত প্রায় ৯০ টন করোনা চিকিৎসার সরঞ্জাম এবং কিট সার্বিয়াতে রফতানি করেছে। UNITED NATIONS DEVELOPMENT PROGRAMME -র সার্বিয়ার একটি ট্যুইটার হ্যান্ডেল মারফত বিষয়টি সামনে এসেছে। সেখানে লেখা রয়েছে যে আজ ২কার্গো বিমান বোয়িং ৭৪৭-এ ৯০ টন চিকিৎসার সরঞ্জাম নিয়ে ভারত থেকে বেলগ্রেডে পৌঁছেছে। এই জিনিষগুলি সার্বিয়ানগভ কিনেছে বলে টুইটে জানা গেছে।

এই এতো টন জিনিসের মধ্যে রয়েছে ৫০ টন অপারেশনের গ্লাভস, অনেক মাস্ক, চিকিৎসার পোশাক রয়েছে। যেগুলি বর্তমান সময়ে চিকিৎসকদের অত্যন্ত প্রয়োজনীয়। সরঞ্জামের অভাবে তাঁরা কাজ করতে অসুবিধায় পড়ছেন। কিন্তু তবুও এই বিষয় সামনে আসায় চিন্তার ভাঁজ পড়েছে দেশের মানুষের মধ্যে।

Related Articles

Back to top button