Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পয়লা এপ্রিল থেকে ভারতে পাওয়া যাবে সবচেয়ে পরিষ্কার পেট্রোল ও ডিজেল

আগামী ১লা এপ্রিল থেকে ভারতে সবচেয়ে পরিষ্কার পেট্রোল ও ডিজেল পাওয়া যাবে। এমনটাই জানানো হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে। আগামী ১লা এপ্রিল থেকে ইউরো-IV স্টেজের পেট্রোল, ডিজেলের বদলে ইউরো-VI স্টেজের পেট্রোল,…

Avatar

আগামী ১লা এপ্রিল থেকে ভারতে সবচেয়ে পরিষ্কার পেট্রোল ও ডিজেল পাওয়া যাবে। এমনটাই জানানো হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে। আগামী ১লা এপ্রিল থেকে ইউরো-IV স্টেজের পেট্রোল, ডিজেলের বদলে ইউরো-VI স্টেজের পেট্রোল, ডিজেল পাওয়া যাবে ভারতে। ভারত প্রথম কোনো দেশ যারা মাত্র তিন বছরের মধ্যে ইউরো-IV স্টেজের জ্বালানি থেকে ইউরো-VI স্টেজের জ্বালানি সরবরাহ করবে। এই ব্যবস্থার মাধ্যমে ভারত বিশ্বের নির্বাচিত দেশগুলির তালিকায় যোগ দিচ্ছে, যেখানে সবচেয়ে পরিষ্কার পেট্রোল-ডিজেল পাওয়া যায়।

এই পরিচ্ছন্ন পেট্রোল এবং ডিজেলের ব্যবহার যানবাহন থেকে হওয়া দূষণকে অনেকাংশে রোধ করবে। ইন্ডিয়ান ওয়েলের সভাপতি সঞ্জীব সিংহ বলেছেন, ‘২০১৯ এর শেষদিকে প্রায় সমস্ত তেল শোধনাগারের ইউরো-VI অনুযায়ী পেট্রোল এবং ডিজেলের উৎপাদন শুরু হয়েছিল। ১লা এপ্রিল থেকে পেট্রোলিয়াম সংস্থাগুলি দেশের সমস্ত জায়গায় পেট্রোল এবং ডিজেল ইউরো-VI স্ট্যান্ডার্ডে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
আরও পড়ুন : তৃতীয়বার দিল্লির মসনদে বসার পর অমিত শাহের সঙ্গে বৈঠক কেজরিওয়ালের

এই নতুন জ্বালানির বিশেষত্ব হল এই পেট্রোল-ডিজেলে সালফার কেবল ১০ পিপিএম থাকে। ইউরো-VI স্ট্যান্ডার্ডযুক্ত জ্বালানী সিএনজি হিসাবে পরিষ্কার হিসাবে বিবেচিত হয়। এই স্ট্যান্ডার্ড জ্বালানী যানবাহনের নাইট্রোজেন অক্সাইড নির্গমনকে পেট্রোল গাড়িতে ২৫ শতাংশ এবং ডিজেল গাড়িতে ৭০ শতাংশ হ্রাস করবে। ফলে বায়ুদূষণ অনেকটাই কমবে।

About Author