নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হতে না হতেই ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। হাই ভোল্টেজ সেই সিরিজকে ঘিরে উত্তেজনার স্রোত প্রবাহিত হচ্ছে ভারতীয় ক্রিকেটে। ইতিমধ্যে সিরিজের প্রথম দুটি ম্যাচ উপলক্ষে ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে ভারত।
এদিকে দীর্ঘ কয়েক মাসের বিরতি শেষে আসন্ন অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। উল্লেখ্য, ২০২২ সালে এশিয়া কাপে হংকং-এর বিরুদ্ধে হাটুতে চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিঁটকে যান তিনি। সূত্রের খবর, আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন রবীন্দ্র জাদেজা। তবে জাতীয় দলে প্রবেশের জন্য একাধিক শর্ত বেঁধে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য তাকে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই জন্য রবীন্দ্র জাদেজা বর্তমানে চেন্নাইয়ে রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে সৌরাষ্ট্র দলের অধিনায়কত্ব করছেন। ম্যাচ শেষে তিনি এনসিএ-তে রিপোর্ট করবেন। এরপর তিনি ফিট প্রমাণিত হলে তবেই পাবেন জাতীয় দলের টিকিট।
আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা একজন পৃথিবী বিখ্যাত অলরাউন্ডার। কিলার বোলিংয়ের পাশাপাশি ধ্বংসাত্মক ব্যাটিং করতে পারদর্শী তিনি। ইতিপূর্বে একাধিক ম্যাচে ভারতের পরাজয়ের মুখ থেকে জয়ের গণ্ডি পার করিয়েছেন ভারতীয় এই ড্যাশিং প্লেয়ার। তিনি এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ৬০টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেছেন। যেখানে ২৪২ উইকেটের পাশাপাশি ৩টি শতক সহ ২৫২৩ রান করেছেন। উল্লেখ্য, ভারতের মাটিতে অন্যতম সফল বোলার তিনি। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে রোহিত শর্মার প্রধান অস্ত্র হয়ে উঠতে পারেন রবীন্দ্র জাদেজা।