খেলা

IND-vs-IRE Live Streaming Free: কীভাবে দেখবেন ভারত-আয়ারল্যান্ডের বিশ্বকাপের ম্যাচ? জেনে নিন পুরোটা

Advertisement

Advertisement

রোহিত শর্মার নেতৃত্বে বুধবার নিউ ইয়র্কে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ এ-র ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় দল। এই টুর্নামেন্টে এটাই টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ। ভারত আরও একবার আইসিসি খেতাবের খোঁজে রয়েছে এবং এবার দায়িত্ব রোহিতের নেতৃত্বাধীন অভিজ্ঞ দলের উপর।

Advertisement

ভারতীয় নির্বাচকরা তরুণদের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়দেরও দলে রেখেছেন। রোহিত শর্মা ছাড়াও দলে রয়েছেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহর মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। ২০০৭ সালের পর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি টিম ইন্ডিয়া। একই সঙ্গে ২০১৩ সাল থেকে আইসিসি ট্রফি জয়ের স্বপ্নও পূরণ হয়নি।

Advertisement

রোহিতের অধিনায়কত্বে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে দলটি। শেষবার ২০২২ সালে সেমিফাইনালে তাঁকে ছিটকে দিয়েছিল ইংল্যান্ড। এরপর ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরে যায় ভারত। ভারত এই ম্যাচে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নামলেও আইরিশদের চ্যালেঞ্জকে হালকাভাবে নিতে চাইবে না তারা। সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর আয়ারল্যান্ডের নিজেদের ভাল পারফরম্যান্স বজায় রাখতে চাইবে।

Advertisement

নিউইয়র্কের মাঠে বোলাররা বেশি সাপোর্ট পাচ্ছেন। এমন পরিস্থিতিতে রোহিত শর্মা কোন খেলোয়াড়কে প্লেয়িং ইলেভেনে জায়গা দেন সেটাই দেখার। T20 World Cup 2024 ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচ কখন দেখবেন? টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচটি বুধবার (৫ জুন) ভারতীয় সময় রাত ৮টায় শুরু হবে। ভারত বনাম আয়ারল্যান্ডের মধ্যে বিশ্বকাপ ২০১৯-এর ম্যাচটি হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে।

স্টার স্পোর্টস নেটওয়ার্কে পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সম্প্রচারের অধিকার দেওয়া হয়েছে। টিভিতে স্টার স্পোর্টস চ্যানেলে খেলাটি দেখতে পারেন। একই সঙ্গে মোবাইলে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+Hotstar-এ। ডিডি ফ্রি ডিশের মাধ্যমে ডিডি স্পোর্টসে বিনামূল্যে এই ম্যাচ দেখতে পারবেন ভক্তরা। ভারতের ম্যাচ ছাড়াও সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচও সম্প্রচার করা হবে ডিডি স্পোর্টসে। ডিজনি + হটস্টার অ্যাপে মোবাইলে ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে। টিভি বা ল্যাপটপে হটস্টারের মাধ্যমে ম্যাচ দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে।

Recent Posts