গতকাল রাঁচির সবুজ গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। তবে প্রথম ম্যাচেই বিশাল ব্যবধানে হারের মুখ দেখতে হয়েছে হার্দিক পান্ডিয়াদের। আর তারপর থেকে বিভিন্ন মাধ্যমে সমালোচিত হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ওডিআই সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে ক্লিন সুইপ করার পরেও কিভাবে টি-টোয়েন্টি সিরিজে ভারতের চরম পরাজয় ঘটলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আর এই পরাজয়ের কারণ হিসেবে ভারতীয় এক ক্রিকেটারের নাম উঠেছে বারবার।
গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলকে একার হাতেই বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছিলেন আরশদীপ সিং। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কিউই দলের ইনিংসের শেষ ওভারে ফাস্ট বোলার আরশদীপ সিংয়ের এক ওভারে ২৭ রান লুটে নেয়। আরশদীপ সিংয়ের শেষ ওভারে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ড্যারেল মিচেল (৬-নো বল, ৬, ৬, ৪, ০, ২, ২) ২৭ রান করেছিলেন। শেষ ওভারে আরশদীপের ২৭ রানের উপর ভর করে নিউজিল্যান্ড ভারতের সামনে ১৭৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা স্থির করতে সক্ষম হয়।
১৭৭ রানের লম্বা লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতের টপ ব্যাটিং অর্ডার একপ্রকার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দলের হয়ে ওয়াশিংটন সুন্দর ব্যক্তিগত ৫০ এবং সূর্য কুমার যাদব ব্যক্তিগত ৪৭ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ভারত ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এদিকে ভারতের পরাজয়ের জন্য টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় খলনায়ক হয়ে উঠেছেন শেষ ওভারে ২৭ রান খরচ করা আরশদীপ সিং।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ভারতের লজ্জাজনক পরাজয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে আরশদীপ সিংয়ের ক্যারিয়ার সমাপ্ত হওয়ার পথে গিয়ে দাঁড়িয়েছে। ইতিপূর্বে শ্রীলংকার বিপক্ষেও লজ্জাজনক পারফরম্যান্স করেছিলেন ভারতীয় এই ক্রিকেটার। ২ ওভার বোলিং করে ৫টি নো-বল সহ ৩৭ রান খরচ করেছিলেন আরশদীপ সিং।