নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাকফুটে ভারত। ওয়েলিংটনে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় দিনে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৪৪ রান। ২৫ রান করে নট আউট ভাইস ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে এবং ১৫ রানে নট আউট হনুমা বিহারি। ভারত এখনো পিছিয়ে ৩৯ রানে। তৃতীয় দিনের সকালে ভারতের প্ৰথম ইনিংসে ১৬৫ রানের জবাবে ৩৪৮ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের থেকে ১৮৩ রানের লিড পায় তারা।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই ভারতের ১ উইকেট পড়ে যায়। ১৪ রানের মাথায় ট্রেন্ট বোল্টের বলে আউট হয়ে যান পৃথ্বী শ। এরপর চেতেশ্বর পূজারার সাথে ইনিংস গড়তে শুরু করেন অপর ওপেনার ময়ঙ্ক আগরওয়াল। কিন্তু ১১ রানের মাথায় কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হন পূজারা। তারপর অধিনায়ক কোহলির সঙ্গে পার্টনারশিপ করেন ময়ঙ্ক। ১৯ রানে বোল্টের বলেই কট বিহাইন্ড হন কোহলি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : এশিয়া একাদশে খেলবে ভারতীয় এই চার ক্রিকেটার, জানাল সৌরভ গাঙ্গুলি
হাফ সেঞ্চুরির পর কিপারের হাতে সাউদির বলে বিতর্কিত আউট হন ময়ঙ্ক। ময়ঙ্ক আদৌ আউট ছিল কিনা তা বোঝা যায়নি, কিন্তু তৃতীয় আম্পায়ার তাকে আউট করিয়ে দেন। এখন তৃতীয় দিনের শেষে রাহানে এবং হনুমা বিহারী আছে ক্রিজে। আজ দিনের শুরুতে নিউজিল্যান্ড ওয়াটলিং এর উইকেট হারালেও কাইল জেমিসেন, গ্র্যান্ডহোম এবং ট্রেন্ট বোল্টের ঝোড়ো ইনিংসের দৌলতে ৩৪৬ পর্যন্ত পৌঁছায়। ইশান্ত শর্মা ৫ টি এবং অশ্বিন ৩টি উইকেট পেয়েছে। একটি করে উইকেট পেয়েছে বুমরাহ ও শামী।