পাকিস্তানের কাছে এশিয়া কাপের আয়োজন এখন দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের চতুরতায় পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরিত হতে চলেছে এশিয়া কাপের মেগা আসর। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তের বিরোধিতা করতে কোন অংশে কম করেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নজম শেঠি। আসন্ন এশিয়া কাপের মেগা আসর যাতে পাকিস্তানের মাটিতে আয়োজন করা সম্ভব হয়, তার জন্য একাধিকবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে আর্জি জানিয়েছেন তিনি।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরোধীতার কারণে পাকিস্তানের স্বপ্ন বর্তমানে দুঃস্বপ্নে পরিণত হওয়ার উপক্রম। জানা যাচ্ছে, পাকিস্তানের মাটিতে নয় বরং শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হতে পারে ২০২৩ এশিয়া কাপের মেগা আসর। পাকিস্তানের হাইব্রিড প্ল্যান ব্যর্থ হওয়ার পর বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের দিকে আঙ্গুল তুলছেন নজম শেঠি।
তিনি এদিন সাংবাদিক বৈঠকে বলেন,’ভারতীয় দল পরাজয়ের ভয়ে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে চায় না। তা না হলে কেন ভারতের ব্রিজ, ভলিবল, কবাডি দল পাকিস্তানে এসে খেলে গিয়েছে? ভারতের এতগুলি দল বিনা ভয়ে পাকিস্তানি এসে খেলতে পারছে আর ক্রিকেট দল পারছে না? আসলে পরাজয়ের ফলে পাকিস্তানে আসতে চাইছে না রোহিত শর্মার দল।’
নজম শেঠির এমন মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হাসির পাত্র হয়ে উঠেছেন তিনি। আমরা আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ আয়োজন করার জন্য একাধিকবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে আবেদন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি হাইব্রিড পদ্ধতিতেও খেলা পরিচালনা করার কথাও জানিয়েছে পিসিবি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই আবেদনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েছে এশিয়ান ক্রিকেট বোর্ড।