Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘গুজবে কান না দিয়ে ডাক্তারের পরামর্শ নিন’, করোনা আতঙ্কে বিশেষ বার্তা মোদীর

গোটা বিশ্বে এখন একটাই আতঙ্ক - করোনাভাইরাস,যার গ্রাস থেকে মুক্ত নেই কোনো দেশ, একের পর এক সবত্রই ছড়িয়ে পড়ছে নোভেল করোনাভাইরাস। ভারতে করোনাভাইরাসে ইতোমধ্যেই ৩১ জন আক্রান্ত হয়েছেন। স্যানিটাইজার, মাস্ক…

Avatar

গোটা বিশ্বে এখন একটাই আতঙ্ক – করোনাভাইরাস,যার গ্রাস থেকে মুক্ত নেই কোনো দেশ, একের পর এক সবত্রই ছড়িয়ে পড়ছে নোভেল করোনাভাইরাস। ভারতে করোনাভাইরাসে ইতোমধ্যেই ৩১ জন আক্রান্ত হয়েছেন। স্যানিটাইজার, মাস্ক সবকিছুরই বিপুল চাহিদা, অথচ বাজারে পাওয়া যাচ্ছে না, আর তাই কালোবাজারি হচ্ছে।

এই পরিস্থিতি সামলাতে প্রেসক্রিপশন ছাড়া মাস্ক দেওয়া যাবে না বলে জানানো হয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হতে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষদি পরিযোজনা কেন্দ্রের সঙ্গে কথা বলেন মোদী। সেখানেই তিনি গুজব না ছড়াতে এবং গুজবে কান না দিতে সবাইকে অনুরোধ করেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : মাস্ক কিনতে হলে দেখাতে হবে প্রেসক্রিপশন, কড়া পদক্ষেপ রাজ্যের

প্রধানমন্ত্রী বলেন, এই সময়ে সময়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে, অনেকেই অনেক রকম কথা বলবে।অনেকেই আপনাকে বলবে, এটা খাবেন না, ওটা করবেন না। প্রতিদিন নতুন নতুন অনেক উপদেশ আপনি শুনতে পাবেন। কেউ বলবে এটা খেলে করোনাভাইরাস হতে পারে, কেউ বলবে এটা খেলে সেরে যায়। এই ধরনের গুজব থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষদি পরিযোজনা কেন্দ্রের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা বলেন এবং গুজব না ছড়ানোর পরামর্শ দেন। এছাড়াও আতঙ্কিত না হয়ে  ডাক্তারের পরামর্শ মেনে চলার কথা বলেছেন তিনি। যাদের বাড়িতে আক্রান্ত মানুষ আছে তাদের বিশেষ ভাবে সাবধানবার্তা দিলেন মোদি সরকার।

About Author