বছর শেষ হচ্ছে, কিন্তু মন খারাপ করার কিছু নেই, বছরের শেষেই রয়েছে সুখবর। ঐতিহাসিক সূর্যগ্রহণ দেখতে চলেছে গোটা ভারত বর্ষ। ১৭২ বছর আগের ঘটে যাওয়া ঘটনা আবার ঘটতে চলেছে। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে গোটা ভারত বর্ষ।
বিজ্ঞানীরা বলছেন সূর্যকে কেন্দ্র করে তার পাশে থাকবে একটা আগুনের বলয় যার বৈজ্ঞানিক নাম ‘রিং অফ ফায়ার’। আগের কোনো ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে ঠিকঠাক ভাবে দেখা যায়নি তবে এবারে মহাকাশ বিজ্ঞানীরা জানান প্রায় আড়াই ঘণ্টা ধরে চলবে এমন ঘটনা সূর্যকে ৯০% ঢেকে ফেলবে চাঁদ। আর পাশ দিয়ে দেখা যাবে সেই রিং অংশটি।
আরও পড়ুন : ভারতীয় নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ধর্মের উল্লেখ করতে হবে না : অর্থ সচিব
তবে কলকাতা থেকে দেখার সম্ভাবনা অনেক কম, কারণ যেহেতু মেঘলা আকাশ তাই আপাতত মন খারাপ করেই থাকতে হবে কলকাতাবাসী, তবে কেরালার চেরুভাথুর জায়গা থেকে এই দৃশ্যটি খুব সুন্দর করে দেখা যাবে বলে জানিয়েছেন বৈজ্ঞানিকরা।
আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে ২৫ তারিখ বৃষ্টি হতে পারে, কলকাতায় তার প্রভাব পড়বে। এই ২৬ তারিখে কলকাতা থেকে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।নিম্নচাপের কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার ফলে আকাশ মেঘলা থাকবে। তার ফলে বড়দিনের ঠান্ডার দাপট ও খানিকটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে কেরালার কাসারগোদ জেলার চেরুভাথুর থেকে এটি খুব ভালো করে দেখা যাবে বলেই জানিয়েছে বৈজ্ঞানিকরা।