প্রীতম দাস : আজ ভারত বাংলাদেশ টি-২০ ম্যাচে বাংলাদেশ কে হারিয়ে টি-২০ সিরিজ জিতে নিলো ভারত। টানটান এই ম্যাচে বাংলাদেশ প্রথমে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ব্যাট করতে নেমে ৩ রানের মাথায় রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া কিন্তু সেইখান থেকে হাল ধরেন রাহুল ও তার সাথে যোগ্য সঙ্গত দিতে থাকে ধাওয়ান। তবে ধাওয়ান বেশিক্ষণ টিকতে না পারলেও কে এল রাহুলের ৫২ রানের ঝড়োব্যাটিংয়ে ভারতকে সন্মানজনক স্কোরে পৌঁছে দেই।
তার এই ঝকঝকে ইনিংস ৬ টি চারে সজ্জিত ছিল কিন্তু আসল ইনিংস শুরু হয় শ্রেয়াস আইয়ারের হাত ধরে। তার ৫টি ছক্কা ও ২টি চারের সাহায্যে ৬২ রানের বিধ্বংসী ইনিংস ভারতকে রানের পাহাড়ে পৌঁছে দেই। তার ব্যাটিং এর সামনে বাংলাদেশের বোলিং অর্ডার কার্যত অসহায় হয় পরে। তার আজকের ব্যাটিং বাংলাদেশের বোলারদের মনে আতঙ্ক ধরিয়ে দেয়। আইয়ারের প্যাভিলিয়নে ফেরার পর মণীশ পান্ডের ২২ রানের রুপোলি ইনিংস ভারতকে ১৭৪ রানে পৌঁছে দেই ও বাংলাদেশের হাতে ১৭৫ রানের টার্গেট তুলে দেয়।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ এর ১২ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পরে যায়। দলকে সেই জাইগা থেকে মিঠুন ও নাইব লড়াই করে সন্মানজনক স্কোরে পৌঁছে দেই। নাইব একাই ৪৮ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হয়ে পাভিলিয়নে ফেরেন। কিন্তু সেই জাইগা থেকে ১১০ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। দীপক চাহার ৪টি ও শিবাম দুবে ৩টি উইকেট তুলে নেন। নাইব আউট হবার পর তুরুপের তাস এর মত ভেঙ্গে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। সহজেই জয় ভারতের দরজায় কড়া নাড়তে থাকে।
দীপক চাহার এদিন হ্যাটট্রিক করে ভারতের প্রথম অন্তরাষ্ট্রীয় ক্ষেত্রে নিজের নাম তুলে নিলেন। ১৪৪ রানে অলআউট হয় ৩০ রানে জিতে যায় ভারত।