নিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

প্রয়োজন সরকারি সাহায্য, নয়তো বিপুল ক্ষতির মুখ দেখবে বিমান সংস্থাগুলি

Advertisement

গোটা বিশ্ব জুড়ে চলছে মহামারী, করোনার দাপটে দেশে চলছে ত্রাহি ত্রাহি রব। যার ফলে ১৪ এপ্রিলের লক ডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত দীর্ঘায়িত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই লক ডাউনের জেরে সম্পুর্ন বন্ধ রয়েছে বিমান চলাচল। যার ফলে তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে প্রচুর টাকার। এই ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে সরকারি সাহায্য দরকার, যা না পেলে আগামী দিনে কিছু বিমান সংস্থা ফের উঠে দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

কেন্দ্রের তরফে বিমান সংস্থাগুলির জন্য এখনো কোনো আর্থিক প্যাকেজের ঘোষণা হয়নি। যেসব যাত্রী ১৪ এপ্রিল লক ডাউন শেষ হবে ঘোষণার আগে টিকিট বুকিং করেছিলেন তাদের এখনই সেই টাকা ফিরিয়ে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিমান সংস্থাগুলি। গোএয়ার, স্পাইসজেট, ইন্ডিগো, ভিস্তারার মতো সংস্থা তাদের যাত্রীদের উদ্দেশ্য ঘোষণা করেছে, আগামী ৩ মে পর্যন্ত লক ডাউন জারি হওয়ার ফলে সব উড়ান বাতিল করা হয়েছে। যাঁরা ইতিমধ্যে টিকিট বুকিং করেছিলেন, তাঁদের অর্থ ‘ক্রেডিট সেল’-এ জমা রাখা হবে। সেই টাকা দিয়ে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে তাঁরা ফের টিকিট বুকিং করতে পারবেন।

যদিও বেশ কিছু দেশ তাদের বিমান সংস্থার জন্য বেলআউট প্যাকেজের ঘোষণা করেছে। আমেরিকা তাদের এয়ারলাইন্সগুলির জন্য ৭১০০ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেছে। কিন্তু ভারত এখনও পর্যন্ত দেশের বিমান সংস্থাগুলির জন্য কোনোরকম ঘোষণা করেনি তাই অপেক্ষাই একমাত্র উপায়।

Related Articles

Back to top button