Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

IND W vs BANG W ম্যাচ প্রেডিকশন, পিচ রিপোর্ট, ড্রিম ইলেভেন টিম

পার্থের WACA স্টেডিয়ামে আজ ভারতীয় সময় বিকেল ৪.৩০ মিনিটে ভারতীয় মহিলা ক্রিকেট দল এবং বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের মধ্যে আইসিসি উম্যানস ক্রিকেটের ষষ্ঠ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারত এর আগে উদ্বোধনী…

Avatar

পার্থের WACA স্টেডিয়ামে আজ ভারতীয় সময় বিকেল ৪.৩০ মিনিটে ভারতীয় মহিলা ক্রিকেট দল এবং বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের মধ্যে আইসিসি উম্যানস ক্রিকেটের ষষ্ঠ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারত এর আগে উদ্বোধনী ম্যাচে আয়োজক অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। বাংলাদেশ বিশ্বকাপে এখনো তাদের অভিযান শুরু করেনি।

হেড টু হেডে এখনো পর্যন্ত ভারত ৯-২ এগিয়ে আছে। কিন্তু লাস্ট যেবার দুই দলের মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল সেবার ভারতকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ। গত ম্যাচে ১৩২ রান ডিফেন্ড করেছিল ভারতীয় দল। ৪ উইকেট নিয়ে দলকে একই জেতাতে সাহায্য করেছিলেন পুনম যাদব। বাংলাদেশও প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে পাঁচ রানে হারায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : শততম টেস্ট জয় নিউজিল্যান্ডের, ভারতকে ১০ উইকেটে হারাল কিউইরা

ওয়েদার রিপোর্ট:

সিডনিতে আজ সকাল ৪-৮ টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে, যার জন্য ওয়েদার কিছুটা আদ্র থাকবে। তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। বাতাসে আদ্রতা ৭০% এর পাশাপাশি থাকতে পারে। রাতের দিকে শিশির পরার সম্ভাবনাও আছে। ভারতীয় সময় বিকেল ৪.৩০ মিনিটে খেলা শুরু হবে।

পিচ রিপোর্ট:

ওয়াকার পিচ সকল সময়ই একটু বোলারদের সহযোগিতা করে। তবে ব্যাটসম্যানদের জন্যেও সমান সহযোগিতা পাওয়া যাবে। এখানে গত দুই ম্যাচে শেষে ব্যাট করা টিম জয়লাভ করেছে। সুতরাং যারা পরে ব্যাট করবে তাদেরই জেতার সুযোগ বেশি।

সম্ভাব্য একাদশ:

ইন্ডিয়া: শেফালি ভার্মা, স্মৃতি মান্ধনা, জেমাইমাহ রদ্রিগেস, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), দীপ্তি শর্মা, বেদা কৃষ্ণমূর্তি, শিখা পান্ডে, তানিয়া ভাটিয়া(কিপার), অরুন্ধতী রেড্ডি, পুনম যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়।

বাংলাদেশ: শামীমা সুলতানা (কিপার), মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, ফারগানা হক, রুমানা আহমেদ, পান্না ঘোষ, সালমা খাতুন (অধিনায়ক), জাহানারা আলম, খাদিজা তুল কুবরা, নাহিদা আক্তার।

ড্রিম ইলেভেন ফ্যান্টাসি টিম:

কিপার: সুলতানা, তানিয়া ভাটিয়া

ব্যাটসম্যান: মান্ধানা, শেফালী ভার্মা, জেমাইমাহ রদ্রিগেস

অলরাউন্ডার: রুমানা আহমেদ, দীপ্তি শর্মা

বোলার: জাহানারা আলম, খাদিজা তুল কুবরা, শিখা পান্ডে, পুনম যাদব।

ক্যাপ্টেন: মান্ধানা, পুনম যাদব, দিপ্তী শর্মা

ভাইস ক্যাপ্টেন: শেফালী ভার্মা, রুমানা আহমেদ

IND W vs BANG W ম্যাচ প্রেডিকশন, পিচ রিপোর্ট, ড্রিম ইলেভেন টিম

About Author