শনিবার মেলবোর্নে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়ে জিতলো ভারত। এই নিয়ে চলতি বিশ্বকাপে টানা চতুর্থ জিত ভারতের মেয়েদের। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরু থেকেই উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ ওভারে ১১৩ রান করে তারা। ভারতের হয়ে চার উইকেট নেন রাধা যাদব, দুটি উইকেট নেন রাজশ্রী গায়কোয়াড়, একটি করে উইকেট নেন পুনম যাদব, শিখা পান্ডে এবং দিপ্তী শর্মা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন চামারী আতাপাত্তু।
১১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার স্মৃতি মন্ধানার উইকেট হারিয়ে বসে ভারত। কিন্তু অন্য ওপেনার শেফালী ভার্মার ৪৭ রানের ইনিংসের উপর ভর করে সহজেই সাত উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। শ্রীলঙ্কার হয়ে একটি করে উইকেট নেন শশীকলা শ্রীবর্ধনে এবং উদেশিকা প্রবোধানী। ভারতীয় মহিলা দল এই নিয়ে টানা চার ম্যাচ জিতে সেমিফাইনালে চলে গেলো।
আরও পড়ুন : ব্যর্থ ভারতের ব্যাটিং, প্রথম ইনিংসে ২৫০ পেড়োতে পারল না ভারত
আজ দিনের অন্য খেলায় নিউজিল্যান্ডের মেয়েরা বাংলাদেশের মেয়েদের ১৭ রানে হারিয়েছে। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের মেয়েরা মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশের মেয়েরা। এদিন জেতার ফলে নিউজিল্যান্ডের সেমিফাইনালে যাওয়ার আশা এখনো বেঁচে থাকলো।