কাশ্মীরে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। দীর্ঘদিন ধরে জাল পেতে আটক করল হিজবুল জঙ্গি জুনেইদ ফারুক পন্ডিতকে। এই জুনেইদকে ধরতে বহুদিন থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল ভারতীয় সেনা ও রাজ্য পুলিশের যৌথ বাহিনী। সিআরপিএফ, ভারতীয় সেনা ও জম্মু – কাশ্মীর পুলিশের একটি যৌথ বাহিনী এই হিজবুল মুজাহিদ্দিন জঙ্গিকে ধরতে দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল উপত্যকায়।
জুনেইদকে ধরতে তাপার পাট্টান এলাকায় জাল বিস্তার করেছিল যৌথ বাহিনী। অবশেষে সাফল্য পেল সেই বাহিনী। কাশ্মীরের বারামুলা অঞ্চল থেকে গ্রেফতার করলো জুনেইদ ফারুক পন্ডিতকে। কয়েক দিন ধরে অভিযান চালিয়ে সেনা ও কাশ্মীর পুলিশের এই যৌথ বাহিনী হিজবুল মুজাহিদ্দিন জুনেইদ ফারুক পন্ডিতকে গ্রেফতারের পাশাপাশি বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। সেগুলোর মধ্যে রয়েছে চিনা পিস্তল, ১৩ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগাজিনও রয়েছে বলে যৌথ বাহিনী সূত্রে খবর পাওয়া গেছে।
আরও পড়ুন : ‘মানসিক অসুস্থতার’ বাহানা, বিনয় শর্মার আবেদন খারিজ করল দিল্লি কোর্ট
উপত্যকার বিভিন্ন অংশে বেশ কিছু নাশকতামূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে জুনেইদের বিরুদ্ধে। নতুন করে আর কোন নাশকতা ঘটানোর কাজে লিপ্ত ছিল কিনা সে বিষয়ে তদন্ত চালাচ্ছে বাহিনী।