দেশনিউজ

করোনা রুখতে তৈরি হল ‘রিমোট কন্ট্রোল ট্রলি’, জেনেনিন এর কাজ

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – গোটা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস রুখতে প্রত্যেকে এগিয়ে এসেছেন। বিশ্বের তাবড় তাবড় বৈজ্ঞানিক থেকে শুরু করে সাধারণ মানুষ, নিজ নিজ পরিকল্পনায় করোনা ভাইরাসের থাবাকে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার জন্য একটি ‘রিমোট কন্ট্রোল ট্রলি’ তৈরি করেছেন। যার সাহায্যে প্রয়োজনীয় দ্রব্য কোয়ারেন্টাইন ঘরে সহজেই পৌঁছে দেওয়া যাবে মানুষের সাহায্য ছাড়াই।

ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, ভারতীয় সেনাবাহিনীতে তারা এমনভাবেই ট্রলিটি তৈরি করেছেন। বিশেষ করে এই চিকিৎসায় যে সমস্ত মানুষজন রাতদিন পরিশ্রম করে চলেছেন তাদের স্বাস্থ্যের কথা ভেবেই এমন ট্রলি বানানো। এই ট্রলিটিতে হাত ধোয়ার জন্য একটি বেসিন আছে এবং একটি ডাস্টবিনও রয়েছে। আর সামান্য জায়গা আছে, কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। এই অসাধারণ ট্রলিটি আবিষ্কার হওয়ার ফলে আক্রান্ত মানুষের সঙ্গে, চিকিৎসার সঙ্গে জড়িত কর্মীদের সংস্পর্শে আসার কোনো সম্ভাবনা নেই। যার ফলে বজায় থাকবে সামাজিক দূরত্ব।

দেশ, বিদেশের সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন কীভাবে এই মহামারীর আক্রমণ থেকে বাঁচা যায়। সবাই মিলে চেষ্টা করলে আশা করা যায়, একদিন আমরা প্রত্যেকে এই যুদ্ধে জয়লাভ করব। জয়লাভ আমাদের করতেই হবে, কারন কখনোই একটি ভাইরাস মানুষের বুদ্ধির সামনে জিতে যেতে পারে না। হয়তো সময় লাগছে, কিন্তু একদিন না একদিন জয় মানুষেরই হবে।

Related Articles

Back to top button