পাক জমিতে জঙ্গি ঘাঁটি ধ্বংসের ভিডিও প্রকাশ করলো ভারতীয় সেনা (দেখুন ভিডিও)

গত বছর জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। শুধু তাই নয়, পাক মদতপুষ্ট জঙ্গিদের সীমান্তের এপারে পাঠিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে গেছে সে দেশের সেনাবাহিনী। তবে প্রতিবারই যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা।

পাক জঙ্গি ও ভারতীয় সেনার মধ্যে হওয়া গুলি যুদ্ধে বারবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এদেশের সেনাবাহিনী। বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর প্রকাশ করা এক ভিডিও-তে পাওয়া গেল ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের প্রমাণ। কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে সীমান্তের ওপারে বেশ কয়েকটি পাক সেনা ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিল ভারতের সেনাবাহিনী।

আরও পড়ুন : নির্ভয়া কাণ্ড : আগামী ২০ মার্চ ফাঁসি, চতুর্থবার মৃত্যু পরোয়ানা জারি আদালতের

একটি জাতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ইদানিং সীমান্তে পাক সেনার আক্রমণের ঘটনা দিন দিন বেড়েই চলেছিল। তারই জবাব হিসেবে পাক সেনা ঘাঁটিতে অ্যান্টি গাইডেডমিসাইল ও গোলা ছুঁড়ে সেগুলি ধ্বংস করে দেয় ভারত। পাকিস্তানের তরফে বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন ও জঙ্গিদের সীমান্ত পের করে ভারতে অনুপ্রবেশ করানোর চেষ্টা করায় পাল্টা জবাব দেওয়া হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর পাওয়া গেছে। এরফলে ভারতের মাটিতে জঙ্গি কার্যকলাপ ঘটাতে চেয়ে বারবার মুখ পুড়ছে পাকিস্তানের।