ক্রিকেটখেলা

ইডেনের ঐতিহাসিক টেস্টে বিরাটের হাতে গোলাপি বল তুলে দেবে ভারতীয় সেনা

Advertisement

তড়িৎ ঘোষ : ভারতের মাটিতে গোলাপি বলের অভিষেক হতে চলেছে ইডেন গার্ডেনে। ঐতিহাসিক এই দিন-রাতের টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন বা সিএবি যথাসাধ্য চেষ্টা করে চলেছে। এই ম্যাচে আমন্ত্রিত হয়েছেন এক ঝাঁক তারকা সহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২২ শে নভেম্বর শুরু হতে চলা এই ম্যাচে টস এর আগে ভারতীয় সেনাবাহিনী আকাশ থেকে প্যারাসুটে নেমে এসে ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলি ও বাংলাদেশের ক্যাপ্টেন মোমিনুল হকের হাতে গোলাপি বল তুলে দেবে বলে জানা যাচ্ছে। ভারতীয় সেনাকে সম্মান জানানোর জন্য সিএবি এইরকমই একটি পদক্ষেপ নিয়েছে বলে সিএবি সচিব অভিষেক ডালমিয়া জানিয়েছেন।

Related Articles

Back to top button